পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'সিংহলগ্না' ও 'কনে বউ'-এর শুটিং বন্ধ করল ফেডারেশন - begali serial close

লকডাউনের সময় বন্ধ ছিল শুটিং । সেই সময় আর্থিক সমস্যায় পড়তে হয়েছিল টেকনিশিয়নদের । তাই চ্যানেলের তরফে টেকনিশিয়নদের এককালীন একটা টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । কিন্তু, সেই টাকা এখনও তাঁরা পাননি । আর সেই কারণেই ফেডারেশনের তরফে দুটি চ্যানেলের সব কাজ বন্ধ করে দেওয়া হয় ।

োে্
োে্

By

Published : Jul 31, 2020, 8:26 PM IST

Updated : Aug 3, 2020, 3:39 PM IST

কলকাতা : ফেডারেশনের সঙ্গে চ্যানেলের দ্বন্দ্বে ফের বন্ধ দুটি চ্যানেলের কাজ । লকডাউনের সময় বন্ধ ছিল শুটিং । সেই সময় আর্থিক সমস্যায় পড়তে হয়েছিল টেকনিশিয়নদের । তাই চ্যানেলের তরফে টেকনিশিয়নদের এককালীন একটা টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । কিন্তু, সেই টাকা এখনও তাঁরা পাননি । আর সেই কারণেই ফেডারেশনের তরফে দুটি চ্যানেলের সব কাজ বন্ধ করে দেওয়া হয় ।

স্টার জলসা ইতিমধ্যেই সেই টাকা দিয়েছে । কিন্তু, জ়ি বাংলা ও সান বাংলার তরফে টাকা দেওয়া হয়নি । তাই ফেডারেশনের তরফে দুটি চ্যানেলের সব কাজ বন্ধ করে দেওয়া হয় । কাজ বন্ধ হওয়ার পরই তড়িঘড়ি টেকনিশিয়নদের ওই এককালীন টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেয় জ়ি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ । তারপরই ওই চ্যানেলের যাবতীয় শুটিং শুরু করা হয় । তবে সান বাংলার তরফে এখনও পর্যন্ত টাকা দেওয়ার কোনও কথা বলা হয়নি । আর সেই কারণেই বন্ধ রাখা হয়েছে ওই চ্যানেলের শুটিং ।

এ বিষয় নিয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগা করেছিল ETV ভারত । তিনি বলেন, "জ়ি বাংলার শুটিং চালু হয়ে গিয়েছে । প্যানডেমিকের পেমেন্টটা দীর্ঘ টালবাহানা হচ্ছিল । 24 জুলাই পেমেন্ট করার কথা ছিল, সেটা হয়নি । 28 তারিখ পেমেন্ট করার কথা ছিল, সেটাও হয়নি । এমনকী, 30 তারিখও হয়নি । এরপর 31 তারিখ, টেকনিশিয়নরা জানতে চান যে তাঁরা কবে টাকা পাবেন । কারণ পাঁচ মাস হয়ে গিয়েছে । জ়ি বাংলা সময় দিয়েছে, 7 অগাস্ট । তাই ওদের শুটিং শুরু হয়ে গিয়েছে । সান বাংলা এখনও পর্যন্ত কোনও তারিখ সঠিকভাবে জানাতে পারছে না । তাই বিভিন্ন স্টুডিয়োতে টেকনিশিয়নরা বসেই আছেন । কবে পেমেন্ট পাবেন বললেই, শুটিং শুরু হয়ে যাবে ।"

.

বিমার বিষয়টি নিয়ে স্বরূপ বলেন, "13টি ধারাবাহিক রয়েছে, যারা কোরোনার বিমা করেছে । বাদ বাকি সিরিয়ালগুলো এখনও করেনি । তাদেরকেও জানানো হয়েছে, যেভাবে কোরোনা ছড়াচ্ছে তাতে আগামী 3 তারিখের মধ্যে বিমা না করানো হলে, 5 অগাস্ট থেকে আবার টেকনিশিয়নদের আন্দোলন শুরু হবে ।"

এই পরিস্থিতিতে কী অবস্থায় রয়েছেন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা ? এ প্রসঙ্গে ETV ভারতের তরফে কথা বলা হয়েছিল 'ফিরকি' ধারাবাহিকের লক্ষ্মী, অর্থাৎ আর্য্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । তিনি বলেন, "সকাল থেকে শুটিং ফ্লোরে গিয়ে বসে আছি । কিছুই হচ্ছে না ।" তবে শুধু আর্য্যাই নন, এই একই অবস্থা হচ্ছে একাধিক তারকার সঙ্গেই ।

Last Updated : Aug 3, 2020, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details