পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শিল্পী ও টেকনিশিয়ানদের জন্য নতুন সংগঠন, সভাপতি অগ্নিমিত্রা পল - tollyganj

শিল্পী ও টেকনিশিয়ানদের আর্থিক দিকে থেকে সাহায্যের পাশাপাশি সবদিক থেকে উন্নয়নের দিকে নজর রাখতে নতুন সংগঠন শুরু করলেন ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পল ।

শিল্পী ও টেকনিশিয়ানদের নতুন সংগঠন

By

Published : Jun 30, 2019, 2:38 PM IST

Updated : Jun 30, 2019, 3:58 PM IST

কলকাতা : টালিগঞ্জ স্টুডিও পাড়াতে শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ চলছে অনেকদিন ধরেই । এরই মধ্যে শিল্পী ও টেকনিশিয়ানদের সাহায্যের জন্য আনুষ্ঠানিকভাবে সূচনা করা হল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস অ্যান্ড কালচারাল কনফিডারেশনের । সংগঠনটির সভাপতি পদে রয়েছেন ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পল ।

নতুন এই সংগঠনটি টলিপাড়ার শিল্পী ও টেকনিশিয়ানদের আর্থিক দিকে থেকে সাহায্যের পাশাপাশি সবদিক থেকে উন্নয়নের দিকে নজর রাখবে । গতকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP নেতা দিলীপ ঘোষ, জর্জ বেকার, সংঘমিত্রা চৌধুরি, স্বপন সাহা, রাহুল চক্রবর্তী সহ টলিপাড়ার অসংখ্য শিল্পী ও টেকনিশিয়ানরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

অগ্নিমিত্রা বলেন, "আজ সব জায়গাতে একটা রাজনীতিকরণ চলছে । সব বিভাগে রাজনীতি ঢুকে গেছে । আমাদের এই সংগঠনে যে কোনও রাজনৈতিক দল থেকে মানুষ আসতে পারে । তাঁর গায়ে কী রং রয়েছে তা আমরা দেখব না । আমরা শুধু তার যোগ্যতা আছে কিনা দেখব । আমরা সবসময় তাদের পাশে আছি ।"

Last Updated : Jun 30, 2019, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details