কলকাতা, 16 জুন : তিনি পর্দায় খলনায়িকা ৷ তবে টেলিভিশনে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ও নজরকাড়া চরিত্র জুন আন্টি (June aunty) ৷ অনেকটা তাঁর কাঁধে ভর করেই হইহই করে দু বছর পার করেছে শ্রীময়ী (Sreemoyee) ধারাবাহিক ৷ সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty) ৷ সক্রিয়ও ৷ তাঁর পোস্টে প্রায় রোজই বানভাসি হয় ফেসবুকের পাতা ৷ এ বার ভাইরাল হয়েছে তাঁর আর একটি পোস্ট ৷ যেখানে সমুদ্রসৈকতে তাঁর জলকেলি করার একটি ভিডিয়ো পোস্ট করেছেন জুন আন্টি ৷
ভিডিয়োটি পুরনো ৷ তবে পুরনো বোতলে নতুন মদের মতোই সেই ভিডিয়ো নেশা ধরিয়েছে ভক্তদের মনে ৷ ভেজা শরীর, গায়ে এঁটে রয়েছে কালো স্যুইমস্য়ুট আর লেগিন্স, চোখে কালো রোদচশমা ৷ বরাবরের মতোই হট লুকে হাজির জুন আন্টি ৷ ব্য়াকগ্রাউন্ডে চলছে জনপ্রিয় হিন্দি ফিল্মের গান ৷ সমুদ্রের তরঙ্গে প্রথমে ভয় পেতে দেখা গিয়েছে উষসীকে ৷ তবে তিনি যে ঢেউয়ের কারণে ভয় পেয়ে চিত্কার করছেন না, সেটা জানিয়ে দেন অভিনেত্রী ৷ আর্তনাদের কারণ ছিল কনকনে ঠান্ডা জল ৷ ঠান্ডা জলে কাঁপতে কাঁপতেই সেই চিত্কার অবশ্য নিমেষে উধাও হয়ে যায় ৷ তখন শুধুই জলকেলি ৷ ঢেউয়ের ছন্দেই নাচের তালে কোমর দোলালেন সবার প্রিয় জুন আন্টি ৷
আরও পড়ুন:নারী শক্তিশালী হলেই সবাই তাঁকে অন্য নজরে দেখে: নুসরত
শ্রীময়ী ধারাবাহিকেও তাঁর কেতাদুরস্ত ফ্যাশন ও সাজপোশাক বেশ পছন্দ করেন অনেকেই ৷ খলনায়িকা হয়ে শ্রীময়ীর পরিবারের নানা ক্ষতি করলেও মানুষের মনে দাগ কেটেছেন উষসী চক্রবর্তী ৷ 2019 সালের 10 জুন যাত্রা শুরু হয় লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের এই ধারাবাহিকের ৷ শ্রীময়ী চরিত্রে ইন্দ্রাণী হালদারের জীবনের নানা ওঠা-পড়া দর্শকদের মনে জায়গা করে নিয়েছে শুরু থেকেই ৷ তবে তাঁর সতীনের চরিত্রে অভিনয় করা উষসী এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ ৷ পর্দার শ্রীময়ী নিজেও স্বীকার করে নিয়েছেন যে, জুন আন্টি তাঁর থেকেও বেশি জনপ্রিয় ৷ বিভিন্ন ক্ষেত্রে জুন আন্টিকে নিয়ে তৈরি হওয়া মিমই উষসীর জনপ্রিয়তা প্রমাণ করে দিয়েছে বলে দাবি করেন ইন্দ্রাণী ৷ দিনকয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে একটি মিমে জায়গা করে নিয়েছিলেন জুন আন্টি ৷ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে করা সেই মিমে লেখা হয়েছিল, "অমিতকাকু, তুমি জুন আন্টির থেকেও খারাপ!"