পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নতুনদের সুযোগ দিতে ইউটিউব চ্যানেল শ্রীলেখার - new generation

নিজে কর্মজীবনের শুরুর দিকে সুযোগগুলো পাননি । তাই নতুনরা যাতে সেসবের মধ্যে না পড়ে, তাদের প্ল্যাটফর্ম দিতে নিজের ইউটিউব চ্যানেল খুলছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ।

শ্রীলেখা মিত্র

By

Published : Aug 28, 2019, 3:13 PM IST

কলকাতা : নিজের ইউটিউব চ্যানেল আনতে চলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । চ্যানেলটির নাম হবে 'আমি শ্রীলেখা' । এটির অফিশিয়াল লঞ্চ হবে 30 অগাস্ট বিকেল 4 টে নাগাদ । নিজের ইউটিউব চ্যানেল নিয়ে যথেষ্ট উৎসাহী অভিনেত্রী । ETV ভারত সিতারার সঙ্গে ভাগ করে নিলেন চ্যানেল সম্পর্কে নানা কথা ।

শ্রীলেখা বলেন, "আমি অনেকদিন ধরে অনেক কিছু করেছি । থিয়াটার প্রডিউস করেছি । স্পেশাল বাচ্চাদের নিয়ে নিজের ছাতে নিজের খরচে হোলি ভিডিয়ো করেছি । শ্রীদেবীকে নিয়ে প্রোগ্রাম করেছি । আমার আশপাশে ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল কিনা আমি জানি না, সাধারণ মানুষকে আমি আমার পাশে ভীষণভাবে পেয়েছি । সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখবেন আমার ফ্যানস্, আমার বন্ধুবান্ধব জেনুইন লোকজন বেশিরভাগই রয়েছেন । এবং প্রথম থেকেই তাঁরা আমার সঙ্গে রয়েছেন ।"

তিনি আরও বলেন, "ফিল্ম ইন্ডাস্ট্রি বা যেকোনও কাজের জায়গা তো খুব স্বার্থপর, সেইখানে এই মানুষগুলো রয়েছেন । অসম্ভব ট্যালেন্টেড লোকজন রয়েছেন । তাঁরা স্বে চ্ছায় আমার পাশে ছিলেন । আমার ভিতর এই যে একটা খিদে আছে অন্যকিছু করার, বা আমি যে সুযোগগুলো শুরুর দিকে পাইনি, যদি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরও পাঁচজন ছেলেমেয়েকে একটা প্ল্যাটফর্ম দিতে পারি, নিজের কথা বলতে পারি সেখানে, খুব ভালো লাগবে । আমি তো ব্লগ লিখতাম, কলম লিখতাম । সেইগুলো থাকবে এই ইউটিউব চ্যানেলে । ভিডিয়ো ব্লগ থাকবে । লাইফস্টাইল থাকবে । বিভিন্ন ট্যালেন্ট হান্ট থাকবে । বিভিন্ন সমাজ সচেতনমুলক কাজ থাকবে । ফান থাকবে । কিন্তু সবকিছুই থাকবে ভীষণ ইতিবাচকভাবে । আপাতত নিজের খরচাতেই লঞ্চ করতে চলেছে এই চ্যানেল ।"

ABOUT THE AUTHOR

...view details