অসম : দৃঢ়তার অপর নাম জেবিন কৌসর । 19 বছর বয়সি জেবিনের বাড়ি অসমের হোজাই জেলার মুরাঝারে । সমস্ত প্রতিকূলতাকে অস্বীকার করেছে সে । লড়াই করে নিজের জীবনে ঘুরে দাঁড়িয়েছে । অক্ষয় কুমারের শো 'শর্ট স্টোরিজ় অফ এ নিউ ইন্ডিয়া উইথ অক্ষয় কুমার'-এ নিজের জীবনের গল্প শোনাবে জেবিন ।
বলিউডের খিলাড়ী অক্ষয় কুমারের নজর এড়ায়নি তাঁর এই সাহস ও জেদ । জেবিন বিশেষভাবে সক্ষম । হাত ব্য়বহারের ক্ষমতা হারিয়েছে অনেকদিন । তবে থেমে থাকেনি সে । লড়াই চালিয়ে গেছে প্রতি মুহূর্তে । সে কোনও অলৌকিক কিছুর অপেক্ষা না করে নিজের পা দিয়ে লেখা ও আঁকার ক্ষমতাকে আয়ত্ত করেছে ।
2017 সাল জেবিন ও তার পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ । ক্লাস 10-এ পা দিয়ে লিখে পরীক্ষা দেয় সে । ভালো ফল করায় লোকাল চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছয় জেবিন । বলিউড অভিনেতা অক্ষয়ও নজর করে তাকে ।