পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নন প্রসেনিয়াম নাটকের জন্য পাওয়া গেল বিশেষ স্থান - kanad mancha

নন প্রসেনিয়াম নাটক উপস্থাপনা করার জন্য স্থানের সন্ধান পাওয়া গেল । প্রয়াত নাট্যশিল্পী 'শ্রী কণাদের' নামেই জায়গাটির নামকরণ করা হয় 'কণাদ মঞ্চ'

চিত্র

By

Published : Jun 16, 2019, 2:00 PM IST

Updated : Jun 16, 2019, 5:01 PM IST

কলকাতা: নন প্রসেনিয়াম নাটক উপস্থাপনা করার জন্য স্থানের সন্ধান পেলেন অশোকনগর 'নাট্যআনন নাট্যদল'। দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের একটি ঘরে তারা নাটক উপস্থাপনা করেন । প্রয়াত নাট্যশিল্পী কণাদের নামেই জায়গাটির নাম দেন 'কণাদ মঞ্চ'। আগামী 6 মাসের জন্য তারা এখানে চুক্তিবদ্ধ। তবে নাট্যপ্রেমীদের সাড়া মিললে সেই চুক্তির মেয়াদ বাড়বে।


নন প্রসেনিয়াম নাটক কী ?

মঞ্চ ছাড়া যে সমস্ত নাটক প্রদর্শিত হয়, সেগুলিকে বলা হয় নন প্রসেনিয়াম নাটক। 15 জুন ছিল সেই নন প্রসেনিয়াম নাট্যের উপস্থাপনা। উৎসবের মধ্যে দিয়ে কাটল প্রথম উপস্থাপনা। তাদের আমন্ত্রণে হাজির হয়েছিল ETV Bharat সিতারা।

তিনটে নাট্যদল - 'বাঘাযতীন আলাপ', 'ইচ্ছেমতো' এবং 'মরমিয়া' শনিবার তাদের নাটক উপস্থাপনা করে । তবে, অশোকনগর নাট্যআননের উদ্যোগ হলেও সময়ের অভাবে তারা কোনও নাটক মঞ্চস্থ করতে পারেনি । বাঘাযতীন আলাপের 'ইচ্ছেপূরণ' নাটক দিয়ে সূচনা হয় উৎসবের। তারপর উপস্থাপিত হয় সৌরভ পালোধির নাট্যদলের 'কটা প্রশ্ন ছিল' নাটক। উৎসব শেষ হয় সল্টলেকের নাট্যদল মরমিয়ার 'হ্যামলিনের ইয়ে' নাটকে ।

ভি়ডিয়ো...

প্রত্যেকটি নাটক ছিল স্বল্প দৈর্ঘ্যের। তবে আগামী দিনে পূর্ণদৈর্ঘ্যের নাটক মঞ্চস্থ হবে বলে জানিয়েছে অশোকনগর নাট্যআনন।

Last Updated : Jun 16, 2019, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details