কলকাতা : 'নিশির ডাক' ধারাবাহিকে দেখা গিয়েছিল সৈরিতী ব্যানার্জিকে । ধারাবাহিকটি শুরুর দিন থেকেই সৈরিতী আর নিশি কোথাও গিয়ে একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল । ফিকশনধর্মী এই ধারাবাহিকের গল্পে একদিকে যেমন মা ও একটি অনাথ মেয়ের ভালোবাসার গল্প এগিয়েছে । তেমনি নিশির অশুভ শক্তি দর্শককে মোহিত করে রেখেছে । 300 পর্বের মাইলস্টোন পার করে ধারাবাহিকটি যখন এগিয়ে চলে 400 পর্বের দিকে, ঠিক তখনই আসে একটি দুঃসংবাদ । জানা যায় এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকবেন না সৈরিতী ।
কিন্তু, হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি ? জানা গেছে, বাড়িতে পড়ে গিয়ে কোমরে মারাত্মক চোট পান তিনি । সেই চোট নিয়ে কাজ করে যাচ্ছিলেন । কিন্তু, কয়েকদিন আগেই শ্যুটিং ফ্লোরে কিছু ভারি জিনিস তুলতে গিয়ে আবার পুরোনো স্থানে আঘাত লাগে । যারপর ডাক্তার তাঁকে কিছুদিনের জন্য কাজ করতে বারণ করেছে ।