কলকাতা : উত্তর কলকাতার নাগেরবাজারের নাট্যদল 'ইনস্টিটিউট অফ ফ্যাকচুয়াল থিয়েটার অ্যান্ড আর্টস' (IFTA) দেখতে দেখতে পার করে ফেলল 20 বছর । শুরুর দিকে দ্বিভাষিক এবং ইংরেজি নাটক করত এই দল । রবীন্দ্রনাথের বেশকিছু নাটক করেছে ইংরেজিতে । যেমন 'চিত্রাঙ্গদা', 'স্যাক্রিফাইস', 'দা ওয়াটারফল'। পরবর্তীকালে 'হরিখেলা', 'ঋতুসুখে বিভোর কবিতা', 'ডিয়ার পাপা', 'ক্যানভাস'-এর মতো নাটকও পরিবেশন করেছে । এই নাট্য দলের সঙ্গে 15 বছর ধরে যুক্ত রয়েছেন ছোটপরদার অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায় । নাট্যদলের হয়ে 'ডিয়ার পাপা' নাটকটি তিনিই লেখেন ।
বাবা-মেয়ের সম্পর্কের কথা বলবে 'ডিয়ার পাপা' - new play dear papa
সম্প্রতি বাংলাদেশ থেকে শো করে ফিরেছে 'ডিয়ার পাপা'। ত্রিপুরাতেও শো করেছে ।
dgf
সম্প্রতি বাংলাদেশ থেকে শো করে ফিরেছে 'ডিয়ার পাপা'। ত্রিপুরাতেও শো করেছে । নাটকের বিষয়বস্তু সম্পর্কে সৌরভ বলেন, "ডিয়ার পাপা বাবা ও তার বাচ্চা মেয়ের গল্প দিয়ে শুরু হচ্ছে । তারপর সেটা রূপকথায় রূপান্তরিত হচ্ছে । নাটকে বোঝানো হচ্ছে সেইসব বাচ্চাদের কথা, যাঁদের বাবা-মা দু'জনেই কাজ করেন বাইরে । এটা একটা মিউজ়িকাল জার্নি ।"
সেইসঙ্গে সৌরভ এটাও জানান, এই নাটকের নির্দেশক দেবাশিস দত্ত । তাঁর মেয়ে দেয়াই নাটকে বাচ্চা মেয়েটির চরিত্রে অভিনয় করছে ।