কলকাতা, 19 জানুয়ারি :সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ধারাবাহিক 'সানাই' ফের একবার দেখানো হবে টেলিভিশনে ( Serial Sanai will be re telecast in tv)। তাঁর জন্মদিনে তাঁকে স্মরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হল চ্যানেলের তরফে । সিনেমা, থিয়েটার, মেগা সিরিয়াল সব ক্ষেত্রেই সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন সমান জনপ্রিয় । ২০০৭ সালে এক জনপ্রিয় বিনোদন চ্যানেলে সম্প্রচারিত হত সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ধারাবাহিক 'সানাই'। বুধবার কিংবদন্তি অভিনেতার জন্মদিনে সংশ্লিষ্ট চ্যানেলের তরফে জানানো হয় এই খবর ।
এই ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে ছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। ইটিভি ভারতকে এদিন তিনি বলেন, "প্রায় ৩-৪ বছর চলেছিল সানাই । খুব জনপ্রিয় হয়েছিল তখন । সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার, অরুণিমা ঘোষ, সুমন্ত মুখোপাধ্যায়, তাপস পাল, সুদীপ মুখোপাধ্যায়, কৌশিক সেন, অরিন্দম শীল, কমলিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কুণাল মিত্র, দোলন রায়, গার্গী রায়চৌধুরী, বিপ্লব চট্টোপাধ্যায়, ভারতী দেবী, নয়না দাস-সহ আরও অনেকে ছিলেন এই ধারাবাহিকে । কে ছিলেন না অভিনয়ে সেটা বোধহয় বলা অনেক সহজ হত আমার পক্ষে । প্রায় ৩-৪ বছরের স্মৃতি রয়েছে সানাই নিয়ে । একটা পরিবার হয়ে গিয়েছিল আমাদের।"