কলকাতা, 27 মার্চ : সোনার মোড়া বাঙালিয়ানা নিয়ে 27 মার্চ টেলিভিশনের পর্দায় আসছে 'সোনার সংসার অ্যাওয়ার্ড' (Sonar Sansar Award 2022)। ঠিক বিকেল সাড়ে 5 টায় । অভিনেতা-অভিনেত্রীদের দুর্দান্ত ডান্স পারফরম্যান্সে জমে উঠবে 'সোনার সংসার অ্যাওয়ার্ড 2022'-এর সন্ধ্যা । পুরস্কার বিতরণ থেকে নাচ, গান, মজা আর তার সঙ্গে বাংলার দুই জনপ্রিয় হিরো আবির এবং অঙ্কুশের মন ভাল করে দেওয়া সঞ্চালনা - সব নিয়ে টেলিভিশনের পর্দায় বিপুল আয়োজন ।
বনি-কৌশানির ধুন্ধুমার পারফরম্যান্স দেখবে দর্শক । রোম্যান্টিক ডান্স পারফরম্যান্স থাকবে উমা-অভি থুড়ি নীল এবং শিঞ্জিনীর । গান গাইবেন মোনালি ঠাকুর, জোজো, সুরজিৎ চট্টোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে । নাচের তালে মেতে উঠবেন সৌমিতৃষা কুণ্ডু, নীল ভট্টাচার্য, শিঞ্জিনী চক্রবর্তী, পায়েল দেব, শ্রীপর্ণা রায়, মোহনা মাইতি, মেঘা দাঁ-সহ সংশ্লিষ্ট চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা ।
আরও পড়ুন:New serial Uran Tubri : চিনে নিন নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি'র অভিনেতাদের