কলকাতা, 15 মার্চ: আসছে নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি' (Uron Tubri)। এই ধারাবাহিকের (new Bengali TV serial) হাত ধরেই ছোট পর্দায় প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহিনী বন্দ্যোপাধ্যায়কে । যদিও এর আগে 'অলৌকিক না লৌকিক' সিরিজে একমাত্র মহিলা চরিত্রে ছিলেন সোহিনী । এরপর 'কী করে বলব তোমায়' এবং 'শ্রীময়ী' ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ৷ আর এবার সোহিনী মুখ্য ভূমিকায় । ধারাবাহিকের পরিচালনায় অমিত দাস।
'উড়ন তুবড়ি' মূলত তিন বোনের গল্প । মাকে নিয়ে তিন বোনের লড়াই এই ধারাবাহিকের মূল রসদ । এই ধারাবাহিকে চপ ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে লাবণী সরকারকে । তিন বোনের মায়ের চরিত্রে তিনিই । সোহিনী ছাড়াও অন্য দুই বোনের চরিত্রে রয়েছেন সৌমি চট্টোপাধ্যায় এবং সুকন্যা বসু । রয়েছেন অভিজিৎ গুহ এবং ঋ সেন-সহ আরও অনেকে ।
তিন মেয়েকে নিয়ে ঠেলা গাড়িতে চপ বিক্রি করে সংসার চালায় এক মহিলা । মহিলার স্বামীর চরিত্রে অভিজিৎ গুহ। স্ত্রী এবং মেয়েদের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই । এর কারণ জানান দেবে ধারাবাহিক । তবে এই ধারাবাহিকে তুবড়ি অর্থাৎ সোহিনীর সংলাপ ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে নেট পাড়ায় । "আমি ফুলঝুড়িও নই, আমি কালীপটকাও নই, আমি তুবড়ি, একবার জ্বললে সহজে নিভি না ।"
আরও পড়ুন:Holi celebration in Television: দোল উপলক্ষ্যে টেলিভিশনে রংয়ের খেলা, রইল তালিকা