পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sohini Banerjee in Uron Tubri: প্রতিবাদের আরেক নাম তুবড়ি, নয়া চরিত্র নিয়ে উচ্ছ্বসিত সোহিনী

নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি' (Uron Tubri)তে মুখ্য চরিত্রে থাকছেন সোহিনী বন্দ্যোপাধ্যায় (Sohini Banerjee in Uron Tubri) ৷

Sohini Banerjee to act in new Bengali TV serial Uron Tubri
প্রতিবাদের আরেক নাম তুবড়ি, নয়া চরিত্র নিয়ে উচ্ছ্বসিত সোহিনী

By

Published : Mar 15, 2022, 12:56 PM IST

Updated : Mar 15, 2022, 4:40 PM IST

কলকাতা, 15 মার্চ: আসছে নতুন ধারাবাহিক 'উড়ন তুবড়ি' (Uron Tubri)। এই ধারাবাহিকের (new Bengali TV serial) হাত ধরেই ছোট পর্দায় প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহিনী বন্দ্যোপাধ্যায়কে । যদিও এর আগে 'অলৌকিক না লৌকিক' সিরিজে একমাত্র মহিলা চরিত্রে ছিলেন সোহিনী । এরপর 'কী করে বলব তোমায়' এবং 'শ্রীময়ী' ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন ৷ আর এবার সোহিনী মুখ্য ভূমিকায় । ধারাবাহিকের পরিচালনায় অমিত দাস।

'উড়ন তুবড়ি' মূলত তিন বোনের গল্প । মাকে নিয়ে তিন বোনের লড়াই এই ধারাবাহিকের মূল রসদ । এই ধারাবাহিকে চপ ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে লাবণী সরকারকে । তিন বোনের মায়ের চরিত্রে তিনিই । সোহিনী ছাড়াও অন্য দুই বোনের চরিত্রে রয়েছেন সৌমি চট্টোপাধ্যায় এবং সুকন্যা বসু । রয়েছেন অভিজিৎ গুহ এবং ঋ সেন-সহ আরও অনেকে ।

মুখ্য চরিত্রে সোহিনী

তিন মেয়েকে নিয়ে ঠেলা গাড়িতে চপ বিক্রি করে সংসার চালায় এক মহিলা । মহিলার স্বামীর চরিত্রে অভিজিৎ গুহ। স্ত্রী এবং মেয়েদের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই । এর কারণ জানান দেবে ধারাবাহিক । তবে এই ধারাবাহিকে তুবড়ি অর্থাৎ সোহিনীর সংলাপ ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে নেট পাড়ায় । "আমি ফুলঝুড়িও নই, আমি কালীপটকাও নই, আমি তুবড়ি, একবার জ্বললে সহজে নিভি না ।"

তিন বোনের লড়াই নিয়ে গল্প

আরও পড়ুন:Holi celebration in Television: দোল উপলক্ষ্যে টেলিভিশনে রংয়ের খেলা, রইল তালিকা

প্রোমো জানান দেয়, ফের গরিব বনাম বড়লোকের গল্প বলবে এই ধারাবাহিক । এ বার দেখার পালা ধারাবাহিক নির্মাণের মুন্সিয়ানা কতটা প্রভাব ফেলে দর্শকমনে । ধারাবাহিকের পরিচালনায় সন্দীপ চৌধুরী ।

নয়া ধারাবাহিকে সোহিনী

একটি কন্নড় চ্যানেলে ‘পুত্তকখানা মাক্কালু’ ধারাবাহিকে এই একই ধরনের গল্প দেখা গিয়েছে । তবে সেখানে ইডলি ধোসা বিক্রি করতে দেখা গিয়েছে চরিত্রদের । চরিত্র প্রসঙ্গে সোহিনী বলেন, "সোহিনীও প্রতিবাদী তবে তুবড়ির মতো করে নয় । ভাল কথায় বুঝলে ভাল, তুবড়ি নাহলে তুবড়ির মতো করে বুঝিয়ে দেবে । হাতও চালিয়ে দিতে পারে সে । সে অন্যায় সহ্য করে না । তার সামনে একজন অপরিচিতর সঙ্গে অন্যায় হলেও সে গর্জে ওঠে । বাড়ির মেজো বোন সে । কিন্তু বড় বোনের মতো তদারকি করে সংসারের । কিন্তু খুব নরম ভাবে । ওকে ওর মা তুলি বলেও ডাকে আবার তুবড়ি বলে । মাকে ছেড়ে বাবা চলে গিয়েছে । অন্য একজনকে বিয়ে করেছে । সুতরাং লড়াইটা কতটা কঠিন মা এবং তিন বোনের তা বোঝাই যাচ্ছে । খুব চ্যালেঞ্জিং চরিত্রটা । বাস্তবে আমি শান্ত । ফলে তুবড়ির মতো দুরন্ত হয়ে ওঠাটা বেশ চ্যালেঞ্জ আমার কাছে । কিন্তু দারুণ চরিত্র । প্রতিবাদের আরেক নাম তুবড়ি । যে সহজে নেভে না ।"

তুবড়ি সোহিনী

আরও পড়ুন:Anirban Bhattacharya on Tiktiki: টিকটিকির ট্রেলার লঞ্চে সোজাসাপটা ধ্রুব-অনির্বাণ

28 মার্চ থেকে প্রতিদিন সন্ধে 6 টায় দেখা যাবে এই ধারাবাহিক ।

Last Updated : Mar 15, 2022, 4:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details