সিরাজের চরিত্রটা করে অনেক অফার পাচ্ছি : শন
৬ মাস আগে শুরু হয়েছিল 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকটি। অল্প দিনের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছিল ঐতিহাসিক গল্পে মোড়া এই ধারাবাহিক। কিন্তু কলাকুশলীদের পেমেন্ট সংক্রান্ত জটিলতার কারণে আচমকা ইতি টানতে হয়েছে জনপ্রিয় ধারাবাহিকের। সেখানে সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় করেছিলেন শন বন্দ্যোপাধ্যায়। তাঁর একটি অন্য পরিচয়ও রয়েছে, তিনি প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি।
শন বন্দ্যোপাধ্যায়
কলকাতা : ধারাবাহিক আচমকা বন্ধ হওয়ায় হতাশার সুর শনের কণ্ঠে। ডেবিউটেন্ট অভিনেতা হিসেবে সিরাজের চরিত্রে অভিনয় করাটা তো অবশ্যই একটা বড় ব্যাপার। সব কিছু নিয়েই অভিনেতা কথা বললেন ETV ভারতের সঙ্গে।
শন বললেন, "অনেকদিন আগেই একটা নোটিশ চলে এসেছিল যে, কিছুদিনের মধ্যেই বন্ধ হতে পারে আমাদের ধারাবাহিক। এমনিতে আমাদের প্রচুর ব্যাংকিং থাকত। কোনওরকমে গল্প শেষ করা হয়েছে। প্রথম কাজ হিসেবে যেটা হল, তাতে আমি সত্যিই খুব হতাশ।"
Last Updated : May 22, 2019, 8:25 PM IST