পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

COVID Rules In Oscar Celebrations : অস্কারের মঞ্চেও করোনার কড়া বিধিনিষেধ - COVID Rules on Oscar Celebrations

অস্কারের মঞ্চেও করোনার আতঙ্ক ৷ কড়া বিধিনিষেধ জারি করল আকাদেমি অফ মোশান পিকচার্স (COVID Rules on Oscar Celebrations) ৷

COVID Rules
অস্কারের মঞ্চেও করোনার কড়া বিধিনিষেধ

By

Published : Mar 26, 2022, 3:24 PM IST

লস অ্যঞ্জেলস, 26 মার্চ : 2022 আকাদেমি পুরস্কারের মঞ্চ যাতে করোনার নতুন সুপার স্প্রেডারে পরিণত না হয় তার জন্য় বেশ কিছু উপায় অবলম্বন করেছেন আয়োজকরা ৷ কারণ অন্য়ান্য পুরস্কার শোগুলি অনেকক্ষেত্রেই এধরণের বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ তাই উৎসবে যোগ দেওয়ার জন্য় অবশ্যই দু'টি আরটিপিসিআর টেস্ট নেগেটিভ হতে হবে এবং অংশগ্রহণকারীদের সম্পূর্ণরূপে ভ্যাকসিনেটেড হতে হবে বলে জানিয়ে দিয়েছে আকাদেমি অফ মোশান পিকচার্স ( COVID Rules on Oscar Celebrations)৷

শুধু তাই নয়, শুক্রবার একাধিক নিয়ম আপডেটও করা হয়েছে আয়োজক সংস্থার তরফে ৷ জানানো হয়েছে, যাঁদের কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ, তাঁরা ফল আসার পাঁচদিনের মধ্যে কোনওভাবেই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না ৷ গত কয়েক বছর বন্ধ থাকার পর এবার অবশেষে আকাদেমি অ্যাওয়ার্ড সেরিমনির আয়োজন করা হলেও কোভিডের সংক্রমণ আবারও বাড়ছে ৷ বৃহস্পতিবার, জনস্বাস্থ্য কর্মকর্তারা ঘোষণা করেছেন যে ওমিক্রনের নতুন এবং অত্যন্ত সংক্রামক উপ-ভেরিয়েন্ট BA.2-এর কেস এক সপ্তাহে 130 শতাংশ বেড়েছে ৷ যদিও কেসের সংখ্যা এখনও কম ৷ এছাড়া আরও অস্বস্তিকর বিষয় হল এই যে, এর আগে 13 মার্চের একটি ইভেন্টে রিপোর্ট করেছে, ইভেন্টে কয়েক ডজন এক্সিকিউটিভ কোভিড সংক্রমিত হয়েছেন ৷ যাঁদের মধ্য়ে রয়েছেন কেনেথ ব্রানাঘ, সিয়ারান হিন্ডস-এর মতো তারকারা ৷ এছাড়া প্রযোজক ফিল লর্ড এবং ক্রিস্টোফার মিলারের মত কিছু পরিচিত মুখও করোনার সংস্পর্শে এসেছেন ৷

এছাড়া টেক্সাস উৎসবে 'এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস' ছবির তারকা মিশেল ইয়োহ ছবির প্রিমিয়ারের পর করোনা আক্রান্ত হয়েছেন ৷ এছাড়া মনোনয়ন পাওয়া কিছু ব্যক্তিও এই পুরস্কার মঞ্চে উপস্থিত থাকতে পারবেন না ৷ যাই হোক অবাক হওয়ার কিছু নেই ৷ অস্কার পুরস্কার মঞ্চের সহ-সঞ্চালক অ্যামি শুমার কোভিড নিয়ে কিছুটা বক্তব্য রাখতে শুরু করেন ৷ তবে আপাতত কোনও ইভেন্টেই মাস্ককে অপরিহার্য করেনি আয়োজক সংস্থা ৷ তবে সকলকে মাস্ক পড়ার অনুরোধ করা হয়েছে ৷ কিন্তু অবশ্য়ই অনুষ্ঠানে যোগ দেওয়ার 48 ঘণ্টা আগে কোভিড রিপোর্ট নেগেটিভ থাকা অপরিহার্য ৷

আরও পডু়ন : প্রথম দিনে 'বাহুবলী'কে টেক্কা দিতে ব্যর্থ 'আরআরআর'

পার্টির পরিকল্পনাকারীদের একজন বলেন, "হলিউডের ব্যক্তিরা পার্টিতে যাবেনই তা সে ভাইরাসের সংস্পর্শে এলেও কিছু যায় আসে না ৷ কারণ তাঁরা মনে করেন এটা কোনও বড় বিষয় না ৷ " যদিও এই অনুষ্ঠানে যোগদানকারীদের মধ্য়েই নানা মুনির নানা মত ৷ কেউ বলছেন, "আমরা মনে করছি করোনা চলে গিয়েছে কিন্তু তা এখনও যায়নি ৷" আবার কেউ বলছেন, "এই উইক এন্ডটা কি তাহলে সুপার স্প্রেডার হতে চলেছে ?"

ABOUT THE AUTHOR

...view details