পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মিষ্টুকে ভালোবাসার জন্য় কি মৈনাককে বাড়ি ছাড়তে হবে ? - Bangla

যাত্রা শুরু করেই দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' । মহিলা বিদ্বেষী পরিবারের ছেলে জড়িয়ে পড়েছে ভালোবাসার সম্পর্কে । এরপর কী ঘটতে চলেছে ধারাবাহিকে তা জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল ধারাবাহিকের শুটিং ফ্লোরে ।

শ্বশুরবাড়ি জিন্দাবাদ

By

Published : Jul 8, 2019, 8:25 AM IST

Updated : Jul 14, 2019, 4:12 PM IST

কলকাতা : কিছুদিন আগেই যাত্রা শুরু করেছে বাংলা ধারাবাহিক 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' । এটির প্রেক্ষাপট হল, পুরুষকেন্দ্রিক একটি পরিবারে মহিলা প্রবেশ নিষিদ্ধ । কিন্তু এত নিয়মের মাঝেও পরিবারের নবীন সদস্য় কিংশুক জড়িয়ে পড়ে ভালোবাসার সম্পর্কে ।

মিষ্টুর প্রতি কিংশুকের ভালোবাসার মাঝে বাধা হয়ে আসে তার দুই কাকা ও বাবা । তাঁরা কোনওভাবেই কিংশুকের বিয়ে মেনে নিতে চান না । অন্য়দিকে, কিংশুককে সবদিক থেকে সাহায্য় করে তার দাদু । তিনি ভীষণভাবে চান, বাড়িতে ছোটো বউ প্রবেশ করুক । আর বাড়ির মহিলা বিদ্বেষী তিনজন পুরুষকে জব্দ করুক । এই নিয়েই শ্বশুরবাড়ি জিন্দাবাদ ধারাবাহিকে এখন টানটান উত্তেজনা।

দেখুন ভিডিয়ো

ধারাবাহিকের গল্প এখন কোন দিকে মোড় নিচ্ছে, সেটা জানতে ETV ভারত পৌছে গিয়েছিল 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ধারাবাহিকের বেলগাছিয়া রাজবাড়ী শুটিং ফ্লোরে । যেখানে গিয়ে কথা হল মৈনাক, শুভ্রজিৎ, কৌশিক, যুধাজিৎ ও রজত গাঙ্গুলীর সঙ্গে ।

Last Updated : Jul 14, 2019, 4:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details