পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোথায় গেল রুবিনা, ফারহান ? চলছে খোঁজ - kolkata

গুলি লাগার পর থেকে নিখোঁজ রুবিনা ও ফারহান । কোনওভাবেই কোনও খবর পাওয়া যাচ্ছে না । অন্যদিকে আবার মা হতে চলেছে রুবিনা । সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে গল্প জানালেন ধারাবাহিকের কলাকুশলীরা ।

জাহানারা

By

Published : Jul 18, 2019, 8:42 AM IST

Updated : Jul 18, 2019, 10:01 AM IST

কলকাতা : 200 পর্ব পার করে একদম নতুন দিকে মোড় নিয়েছে 'জাহানারা' ধারাবাহিকের গল্প । রুবিনা মা হতে চলেছে । পরিবারে সবাই খুব খুশি । তবে অন্যদিকে আশরাফের বিরুদ্ধে অভিযোগও উঠেছে । সে টাকা চুরি করে হাসপাতালের খরচ মিটিয়েছে ।

এই সপ্তাহে দর্শক দেখতে পাবেন রুবিনার গুলি লেগেছে । ঘটনার জন্য দায়ী আব্দুল খান । তবে রুবিনা বা ফারহানের দেহ পাওয়া যায়নি । তাদের কোনওরকম খবরও পাওয়া যায়নি । জানা যায়নি তাদের কেউ লুকিয়ে রেখেছে কি না ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গল্প এরপর কোনদিকে যাচ্ছে তা জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল জাহানারা ধারাবাহিকের শুটিং ফ্লোরে ।

Last Updated : Jul 18, 2019, 10:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details