পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গদা ও চক্রর খোঁজ কি পাবে জ্যোৎস্না ? - etv

'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকের সেটে এই প্রথমবার পৌঁছল ETV ভারত সিতারা । মুখ্য চরিত্রদের সঙ্গে কথা বলে জানা গেল ধারাবাহিকে কী চলছে আর কী ঘটতে চলেছে ।

বেদের মেয়ে জ্যোৎস্না

By

Published : Jul 21, 2019, 6:28 PM IST

Updated : Jul 21, 2019, 7:52 PM IST

কলকাতা : 'বেদের মেয়ে জ্যোৎস্না' ধারাবাহিকে দর্শকের জন্য রয়েছে গল্পে নতুন চমক । সুজন, জ্যোৎস্না ও কাঞ্চন জঙ্গলে গদা ও চক্র খুঁজতে । কামিনী অত্যন্ত ক্ষমতাশালী । তাকে হারাতে গেলে গদা আর চক্র চায় তাদের । ইতিমধ্যেই তার কাছে পদ্ম ও শঙ্খ রয়েছে ।

কামিনী তার মত করে ষড়যন্ত্র করে চলেছে । অন্যদিকে তাকে হারানোর জন্য জ্যোৎস্না, সুজন ও কাঞ্চন নানাভাবে চেষ্টা করে যাচ্ছে । তার জন্য চায় অনেক শক্তি । এই শক্তি আসবে একমাত্র গদা ও চক্র খুঁজে পেলে ।

দেখুন ভিডিয়ো

ধারাবাহিকে আর কী কী ঘটতে চলেছে জানতে ETV ভারত সিতারা এই প্রথমবার পৌঁছে গিয়েছিল 'বেদের মেয়ে জ্যোৎস্না'-র সেটে । সেখানে গিয়ে কথা হল স্নেহা দাস, প্রীতম দাস ও রবি রাজ শাহর সঙ্গে ।

Last Updated : Jul 21, 2019, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details