পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রত্নাকরীর দেওয়া শরবত পান করল তারা, বিপদের আশঙ্কা? - Nishir Daak

সম্প্রতি চ্যানেলের তরফ থেকে 'নিশির ডাক' ধারাবাহিকের নতুন যে প্রোমোটি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছ, নিশির গুরু রত্নাকারী মায়ের কাছে তারা পৌঁছে গেছে। সেখানে গিয়ে রত্নাকারী মায়ের মন্ত্র জপে তারাকে বশ করে রাখা হয়েছে এবং তাকে একটা শরবত পান করার জন্য দেওয়া হয়। কী লুকিয়ে রয়েছে এই শরবতে, আর কীভাবে তারা রত্নাকারী মায়ের কাছে পৌঁছাতে পারল সেটা একটা রহস্য।

'নিশির ডাক'

By

Published : May 1, 2019, 11:32 PM IST

তবে এবার গল্পে আসতে চলেছে একটা নতুন মোড়। এতদিন নিশি শ্রীময়ী ও রুদ্রর, সংসারে রূপ বদল করে প্রবেশ করেছিল। সেখানে সে নিজেকে পলাশের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিল। কিন্তু এবার তার আসল পরিচয় পলাশ জেনে ফেলেছে।

কিন্তু, অন্যদিকে নিশি যেকোনও মূল্যেই অমরত্ব লাভ করতে তারাকে অঘোরনাথ তান্ত্রিকের কাছে পৌঁছে দেয়। আর সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে, নিশি যাকে এতদিন তার স্বামী হিসেবে পরিচয় দিয়েছিল সেই পলাশকেই সে মেরে ফেলতে চলেছে।

ধারাবাহিকের শুরুর দিন থেকে না থাকলেও নিশির স্বামী হিসেবে সিদ্ধার্থ শংকর রায় ওরফে পলাশ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে পেরেছিলেন। তবে এবার তার চরিত্রের সমাপ্তি ঘটছে। গল্প আর কোন কোন দিকে মোড় নিতে পারে,সেটা জানতে ETV ভারত পৌঁছে গেছিল 'নিশির ডাক' ধারাবাহিকের শুটিং ফ্লোরে। ধারাবাহিকের প্রধান চারজন চরিত্র ধরা দিলেন ক্যামেরার সামনে।

'নিশির ডাক' -এর সেটে

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details