রুদ্র তথা অভিনেতা সৌম্য় ব্যানার্জি বলেন, " শ্রীময়ীকে এখন পাওয়া যাচ্ছে না। আর অন্যদিকে তারাও নিখোঁজ। তারা ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। এখন আমরা বাড়ির সবাই মিলে তারা ও শ্রীময়ীকে খুঁজতে যাব। কারণ, বাড়িতে অনেক রকমের কথাবার্তা চলছে যে অলৌকিক কোনও ঘটনা ঘটছে কিনা। কিন্তু আমি এসব কিছুই বিশ্বাস করি না। আমি নিজে খুঁজতে যাচ্ছি।"
শ্রীময়ীর নিখোঁজ হওয়ার পিছনে কি কোনও রহস্য় রয়েছে ? - nishir daak
নিশির ডাক ধারাবাহিকের গল্প এই মুহূর্তে রয়েছে বেশ জমজমাট জায়গায়। কারণ, ইতিমধ্যেই শ্রীময়ীদের বাড়িতে প্রবেশ করে গেছে নিশি তারাকে নেওয়ার জন্য। সে এতটাই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পড়েছে যে রাত্রিবেলা প্রত্যেকের রূপ ধারণ করে তারাকে ঘরের বাইরে বার করার চেষ্টা করছে। কিন্তু প্রতিবারই এমন কিছু ঘটনা ঘটছে যার জন্য নিশি তার কাজে সাফল্য লাভ করতে পারছে না। তবে এবার গল্প একটু অন্য দিকে মোড় নিয়েছে কারণ হঠাৎ খোঁজ পাওয়া যাচ্ছে না শ্রীময়ীর। কাউকে কিছু না বলে আচমকা শ্রীময়ী রাতের অন্ধকারে বাড়ির বাইরে বেরোয়। তারপর থেকে সে নিখোঁজ।
nishir daak
শিশুশিল্পী সুকন্যা চট্টোপাধ্যায় বলে, "এখানে আমার নাম তারা। নিশি আমায় খুব ভয় দেখায়,আয় তারা বলে। কিন্তু শ্রীময়ী মা আমাকে নিশির হাত থেকে বাঁচায়।"