পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এই ভ্যালেন্টাইনস ডে-তে নতুন কি অপেক্ষা করছে জয়ী ও রিভুর জন্য ? - valentines day special

জয়ী ধারাবাহিকের আগের পর্বে দর্শক দেখেছিলেন বিবির নির্দেশে জয়ীর আসল বোন রিয়া তার দিদিকে না চিনতে পেরে তার কাছে একটি কিডনি চেয়ে সাহায্য চায়। নিজের জীবনের কথা না ভেবেই জয়ী তাকে কিডনি দেবে ঠিক করে পরিবারের সকলের অমতে। কিন্তু হসপিটালে ভর্তি হওয়ার পরের মুহূর্তেই জয়ী জানতে পারে যে রিয়া আসলে একজন ঢগ। যে অন্য় কোনও ব্য়ক্তির নির্দেশে তার জীবন নষ্ট করতে এসেছে। তবে জয়ী ও সাক্ষ্য সেন দুজনে মিলে রিয়া ও বিবির আসল চরিত্র খুলে দিতে কিডনি দেওয়ার একটি নাটক করেন যেখান থেকে পরিবারের সবাই বিশ্বাস করে নেয় যে, জয়ী তার কিডনি দিয়ে দিয়েছে। তবে, ভ্য়ালেন্টাইনস ডে উপলক্ষ্য়ে গল্পে আসতে চলেছে নতুন মোড়। জয়ী ও রিভুর মধ্য়ে সমস্য়া কি আদৌ মিটবে না অন্য়দিকে মোড় নেবে ? জয়ী কি বিবি ও রিয়ার মুখোশ খুলতে সফল হবে? এমন অনেক প্রশ্ন নিয়ে জয়ী ধারাবাহিকের কলাকুশলীদের মুখোমুখি ইটিভি ভারত...

joyee

By

Published : Feb 13, 2019, 3:01 PM IST

এই প্রসঙ্গে জয়ী ধারাবাহিকের অগ্নি তথা অভিনেতা রাজিব বলেন, "জয়ী ও রিভুর মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছে। সামনে যেহেতু ভ্যালেন্টাইনস ডে আসছে তাই আমরা পরিবারের সদস্যরা সবাই মিলে ঠিক করেছি, একটা জায়গা ঠিক করে সেখানে জয়ী ও রিভুকে একসঙ্গে পাঠাবো। সেটা কিন্তু ওদের কেউ জানে না। এবার দেখা যাক, আমরা কতটা সাকসেসফুল হই ওদেরকে মেলানোর ব্যাপারে।"

অভিনেত্রী দেবাদৃতা তথা জয়ী বলেন, "জয়ী রিয়াকে একটা কিডনি দিয়েছে কিন্তু আদৌ এই কিডনি ট্রান্সপ্লান্ট হয়নি। রিয়া যে ফ্রড সেটা জানা গেছে। আর অন্যদিকে জয়ী তার বাবাকে খুঁজছে। বাদ বাবু ও পরিবারের সকলে সব সময় জয়ীকে সাহায্য করে যায় এবং পাশে থাকে। কিন্তু তাও জয়ীর জীবনে সমস্যার শেষ নেই।"

জয়ী ধারাবাহিকের রিভু তথা অভিনেতা দিব্য বলেন, "আমরা সবাই জানতাম যে জয়ী কিডনি দিয়ে দিয়েছে। কিন্তু ঘটনাটা সাজানো হয়েছিল জয়ী ও সাক্ষ্য সেনের দ্বারা। রিয়া ফ্রড,বিবি ফ্রড সেটা সবাই ধরে ফেলেছে। পরিবারের সবাই জয়ীর নানা ভাবে খেয়াল রাখার চেষ্টা করছে, কিন্তু আমার আর জয়ীর সম্পর্ক এই মুহূর্তে ভালো যাচ্ছে না। সেটা বাড়ির সবাই জানে। কিন্তু বাড়ির সবাই এটা জানে না যে আমার আর জয়ীর মধ্যে কতটা ভালোবাসা রয়েছে কারণ আমি পুরো ঘটনাটিই জানি। আরও একটি চমক হল ইতিমধ্যেই জয়ী সবাইকে বলে দিয়েছে যে সে আর ফুটবল খেলবে না। কিন্তু সামনেই রয়েছে গোল্ড কাপ ফাইনাল সেখানে কি জয়া আদৌ খেলবে না নতুন কোনও টুইস্ট আসছে সেটাই চমক।"

joyee


ABOUT THE AUTHOR

...view details