এই প্রসঙ্গে জয়ী ধারাবাহিকের অগ্নি তথা অভিনেতা রাজিব বলেন, "জয়ী ও রিভুর মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছে। সামনে যেহেতু ভ্যালেন্টাইনস ডে আসছে তাই আমরা পরিবারের সদস্যরা সবাই মিলে ঠিক করেছি, একটা জায়গা ঠিক করে সেখানে জয়ী ও রিভুকে একসঙ্গে পাঠাবো। সেটা কিন্তু ওদের কেউ জানে না। এবার দেখা যাক, আমরা কতটা সাকসেসফুল হই ওদেরকে মেলানোর ব্যাপারে।"
অভিনেত্রী দেবাদৃতা তথা জয়ী বলেন, "জয়ী রিয়াকে একটা কিডনি দিয়েছে কিন্তু আদৌ এই কিডনি ট্রান্সপ্লান্ট হয়নি। রিয়া যে ফ্রড সেটা জানা গেছে। আর অন্যদিকে জয়ী তার বাবাকে খুঁজছে। বাদ বাবু ও পরিবারের সকলে সব সময় জয়ীকে সাহায্য করে যায় এবং পাশে থাকে। কিন্তু তাও জয়ীর জীবনে সমস্যার শেষ নেই।"