পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দোলের দিন মৃত্যুর মুখে মিনু... - Bajlo Tomar Alor Benu

'বাজল তোমার আলোর বেণু' ধারাবাহিকে এর আগে দর্শক দেখেছিলেন, সোম মিনুর কাছ থেকে জানতে পারে যে মিনু মা হতে চলেছে। এই খবর শুনে পরিবারে আনন্দের জোয়ার আসে। কিন্তু, জাহ্নবীর কাছে এই খবর মোটেও খুশির নয়। সে সোমের প্রতি বদলা নেওয়ার প্ল্যান করতে থাকে। সে  অভিযোগ তোলে যে মিনুর সন্তানের বাবা সোম নয়, রুদ্র।

মিনু

By

Published : Mar 12, 2019, 11:19 PM IST

এই সপ্তাহে ধারাবাহিকে নতুন চমক। মৃত্যুর মুখোমুখি মিনু। তাকে মারতে বদ্ধপরিকর হয় জাহ্নবী। সে ঠিক করে সোম আর মিনুর সন্তানকে এই পৃথবীর আলো সে দেখতে দেবে না। তার প্ল্যানকে সফল করতে সে বেছে নেয় দোলের দিনটিকে।

বেলুনের মধ্যে বিষ ভরে রং খেলার অছিলায় সেটা মিনুর দিকে ছুঁড়ে দেয় জাহ্নবী। কিন্তু ঐশ্বরিক ক্ষমতাবলে এই চক্রান্তের কথা আগেই জানতে পেরে যায় মিনু। জাহ্নবীর বিরুদ্ধে কী ব্যবস্থা মিনুর পরিবার? জানা যাবে 'বাজল তোমার আলোর বেণু' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।


For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details