আর এদিকে দীপ্তির সঙ্গে কথা বলতে গিয়ে সঞ্জয় বুঝতে পারে যে রাইই তার জীবনে প্রকৃত ভালোবাসা। আর দীপ্তি চেষ্টা করে সঞ্জয় আর রাই যেন একটু ব্যক্তিগত সময় কাটাতে পারে। কিন্তু, রাই আর সঞ্জয়েরএক ঘরে থাকা নিয়ে আপত্তি জানায় মোহর। সে অভিযোগ জানায় বাড়ির বড় কর্তার কাছে।
রাই আর সঞ্জয়ের বিয়ে কি হবে শেষপর্যন্ত? - Sagarika
'সাগরিকা' ধারাবাহিকে এখন টানটান উত্তেজনা। এই সপ্তাহে দর্শক দেখতে পাবেন দীপ্তি রূপসাকে বোঝানোর চেষ্টা করছে সঞ্জয়কে পেতে গেলে রূপসাকে রাইয়ের বিরুদ্ধে লড়তেই হবে। রূপসা বুঝতেই পারে না যে দীপ্তি রাইয়ের সঙ্গে হাত মিলিয়ে সঞ্জয়ের এবং রাইয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাই আর দীপ্তি দু'জনেই লাহা বাড়িতে যায়।
সাগরিকা
তাই সঞ্জয় যখন রাইয়ের বাড়ির সামনে যায়, সে দেখতে পায় সেখানে রাইয়ের বাবা অপেক্ষা করে আছে। বাবা জানান এভাবে চলতে থাকলে রাই আর তার বোনকে বাড়ি থেকে বের করে দেবেন তিনি। এই কথা শুনে রাই দীপ্তিকে জানায় যে সে আর এই বাড়িতে থাকতে পারবে না। বিয়ে কি হবে রাই আর সঞ্জয়ের? উত্তর আছে 'সাগরিকা' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।