পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ঘটনাবহুল এই সপ্তাহের 'মহাতীর্থ কালীঘাট' - Mahatirtha Kalighat

প্রতাপের মহলে আটকে বিনোদিনী ও নয়ন। তাদের উদ্ধার করতে ডাকাতের সঙ্গে উমা প্রতাপের মহলে আক্রমণ করে। আচমকা এই আক্রমণের মুখে পড়ে প্রতাপ, বিনোদিনী আর নয়নকে মারার চেষ্টা করে। ঠিক সেই সময়ে বিনোদিনীর চিৎকার শুনতে পায় উমা। তারপর?

মহাতীর্থ কালীঘাট

By

Published : Mar 22, 2019, 6:35 PM IST

উমাকে দেখে প্রতাপ একটা তলোয়ার ছোঁড়ে উমার দিকে। উমা জখম হয় মারাত্বক রকমের। উমাকে এই অবস্থায় দেখে তাঁর মা ব্যস্ত হয়ে পড়েন। আর ঠিক সেই সময়ে কালিমাতার একটি পাত্র তার হাত থেকে হারিয়ে যায়। এই দেখে এবার উমা ব্যস্ত হয়ে পড়ে। সে আবার প্রতাপের মহলে ঢুকে পড়ে।

কাউকে কিছু না বলে এভাবে প্রতাপের মহলে ঢুকে যাওয়ায় শিশির উমাকে খুঁজতে শুরু করে। কিন্তু, সে বাড়ি এসে দেখতে পায় যে, সুবোধ, ভাগ্যবতী ও উমা একসঙ্গে বাড়ির দিকে ফিরে আসছে। আর এই পুরো ব্যাপারটা জানতে পেরে সে একটু আশ্চর্য হয়। এবার কোনদিকে ঘুরবে 'মহাতীর্থ কালীঘাট'-এর গল্প? জানা যাবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলো।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details