পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Karunamoyee Rani Rashmoni last episode :শেষ পর্বে ফিরে আসছেন রানীমা - শেষ পর্বে ফিরে আসছেন রাণীমা

'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিকের অন্তিম পর্ব ১৩ ফেব্রুয়ারি (Karunamoyee Rani Rashmoni will end on 13 February)। বিদায় বেলায় ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে রানীমার বেশ কিছু উল্লেখযোগ্য দৃশ্য দেখবেন দর্শক ।

Karunamoyee Rani Rashmoni last episode
শেষ পর্বে রানি মা'কে ফিরে পাবে দর্শক

By

Published : Feb 12, 2022, 11:56 AM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: একটি-দু‘টি নয়, টানা প্রায় পাঁচটি বছর বাংলা টেলিভিশনে দাপিয়ে বেরিয়েছে ধারাবাহিক 'করুণাময়ী রানী রাসমণি'৷ ২০১৭ সালের ২৪ জুলাই থেকে শুরু হয়েছিল ধারাবাহিকটির সম্প্রচার। একেবারে নতুন এক কিশোরীকে দেওয়া হয় জানবাজারের রানীমার চরিত্র । শুরুতে রানীমা হিসেবে তাঁকে পছন্দ ছিল না ধারাবাহিকের গবেষক শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের । ভরসা জুগিয়েছিলেন পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস ৷ এরপরে কী হল তা তো ইতিহাস । সেই দিতিপ্রিয়া রায় আজকের বাংলা বিনোদন দুনিয়ার অন্যতম নাম । বড়পর্দা, ওয়েব সিরিজ সব ক্ষেত্রে দাপিয়ে বেরাচ্ছেন তিনি ।

গবেষক শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের কথায়, "একটা ধারাবাহিক দিতিপ্রিয়াকে স্টার বানিয়ে দিল । কী ভাল অভিনয় করে মেয়েটা ।" সুব্রত রায় প্রোডাকশনের হাত ধরে শুরু হয় এই ধারাবাহিক । পরে নানা কারণে সংশ্লিষ্ট চ্যানেলের ঘরে চলে যায় এই ধারাবাহিক । রানীমার মৃত্যুর পর ধারাবাহিকের নাম বদলে হয় 'করুণাময়ী রানী রাসমণি- উত্তরপর্ব'৷ পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস বলেন, "করুণাময়ী রানী রাসমণি শেষ হয়েও শেষ হবে না কখনও । রানীমা সকলের অন্তরে বসবাস করবেন চিরকাল । এরকম ঐতিহাসিক চরিত্র কোনওদিন মানুষের মন থেকে বিলীন হতে পারে না ৷"

'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিকের অন্তিম পর্ব ১৩ ফেব্রুয়ারি

শেষ দিনের শ্যুটিংয়ে দিতিপ্রিয়ার চোখে জল । সেই কোন কিশোরী বয়স থেকে দিতিপ্রিয়ার প্রতিদিন যাতায়াত ইন্দ্রপুরী স্টুডিওতে । তাঁর বড় হয়ে ওঠার প্রতিটি পর্বের সাক্ষী গোটা ইউনিট । সন্ধে সাড়ে ৬টা বাজলে রাস্তা দিয়ে গেলে কানে ভেসে আসত টাইটেল ট্র‍্যাক । এরপর থেকে সেই শব্দ আর আসবে না কানে । দিতিপ্রিয়া বলেন, "একটা দু‘টো দিন নয়, এই এত্তগুলো দিন আমি এই পরিবারের সঙ্গে যুক্ত । ইন্দ্রপুরী আমার বাড়ি হয়ে গেছিল । ছয় মাস আগে আমার ট্র‍্যাক শেষ হয়ে গেলেও মন খারাপ হলেই আমি এখানে চলে আসতাম । এরপর আর আসতে পারব না । এই ধারাবাহিক আমার জীবনের অঙ্গ হয়ে থাকবে ।"

আরও পড়ুন :মন ফাগুনে ভ্যালেন্টাইন্স ডে স্পেশালে অঙ্কুশ-লগ্নজিতা

তৎকালীন ভাষা দক্ষতার সঙ্গে রপ্ত করতে হয়েছিল দিতিপ্রিয়া-সহ বাকি অভিনেতাদের । এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম বাংলা টেলিভিশনে অভিনয় করেন ওপার বাংলার গাজি আবদুন নুর । শেষ দিনের শ্য়ুটিংয়ে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন তিনি । তিনিও আবেগের সুরে বলেন, 'মিস করছি সবাইকে।' ১৩ ফেব্রুয়ারি রবিবার সন্ধে ৬ টায় আসছে এই ধারাবাহিকের অন্তিম পর্ব (Karunamoyee Rani Rashmoni will end on 13 February)। ১৪ ফেব্রুয়ারি থেকে এই সময়ে আসছে 'অপরাজিতা অপু'।

ABOUT THE AUTHOR

...view details