পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Babul on Dhulokona : 'ধুলোকণা'-য় ফের বিয়ের হাওয়া, ধারাবাহিকে রিয়ালিটি শো-এর মঞ্চে বাবুল চমক - Serial Dhulokana is Coming with twist and turns

ধারাবাহিক 'ধুলোকণা'-য় এখন নতুন চমকের অপেক্ষায় দর্শকরা ৷ কারণ প্রধান দুই চরিত্র ফুলঝুড়ি আর লালন পৌঁছে গিয়েছে রিয়েলিটি শোয়ের মঞ্চে ৷ সেই শোয়ের সঞ্চালনায় আবার বাবুল সুপ্রিয় (Babul Supriyo is acting in Serial as an Anchor) । সব মিলিয়ে রয়েছে দারুণ চমক ৷ অন্যদিকে আবার অফস্ক্রিনে চলছে বিয়ের মরশুম ৷ একের পর এক জুটি বাঁধছেন ধারাবাহিকের কলাকুশলীরা ৷

Babul on Dhulokona
ধারাবাহিকে রিয়ালিটি শো-এর মঞ্চে বাবুল চমক

By

Published : Feb 1, 2022, 3:32 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি : ধারাবাহিক ‘ধুলোকণা’-য় আসতে চলেছে বেশ বড় চমক (Serial Dhulokana is Coming with twist and turns) ৷ কারণ চিত্রনাট্য়ের নতুন মোড় অনুযায়ী গল্পের নায়ক-নায়িকা শামিল হয়েছেন মিউজিক রিয়ালিটি শো-এর মঞ্চে। কে জিতবে কে হারবে এই মহাযুদ্ধ সেদিকেই তাকিয়ে থাকবেন দর্শকরা । লালন মন থেকে চায় ফুলঝুরি জিতুক, আর ফুলঝুরি চায় ট্রফি জিতে নিক লালন ।

এভাবেই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প । দু‘জনেই হাজির মঞ্চে । তবে আরেকটি সঞ্চালনায় দেখা যাচ্ছে সঙ্গীতশিল্পী, অভিনেতা তথা রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়কে । আর বিচারকের আসনে কুমার শানু, দেবজ্যোতি মিশ্র । ওদিকে গান গাইতে উঠেই কাশির উদ্রেক হয় ফুলঝুরির ৷ সে কি পারবে শেষ পর্যন্ত গান গাইতে? নাকি সেমিফাইনাল থেকেই নিতে হবে বিদায়? জানা যাবে আগামী কিছু পর্বে।

এ তো গেল ধারাবাহিকের একটা দিক । অন্য়দিকে ‘ধুলোকণা’-য় এখন চলছে বিয়ের মরশুম ৷ না অনস্ক্রিন পর্দার বাস্তব জীবনে জুটি বাঁধছেন এই ধারাবাহিকের কুশীলবরা ৷ একে একে বসছেন বিয়ের পিঁড়িতে ৷ প্রথমেই সাত পাকে বাঁধা পড়লেন গল্পের কমলিনী অর্থাৎ ইপ্সিতা মুখোপাধ্যায় । তিনি গাঁটছড়া বাঁধলেন 'আলতা ফড়িং' ধারাবাহিকের অভ্রদীপ চট্টোপাধ্যায় অর্থাৎ অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । 'আলো ছায়া' ধারাবাহিকে তাঁরা ছিলেন দেওর-বৌদির চরিত্রে । প্রেমের মৌতাত জমে তখনই । সম্প্রতি বিয়েও সেরে ফেললেন তাঁরা । কদিন আগে সাত পাকে বাঁধা পড়লেন 'ধুলোকণা' ধারাবাহিকের চান্দ্রেয়ী অর্থাৎ অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী । তিনি বিয়ে করলেন অভিনেতা সুদীপ সরকারকে। সুদীপকে এই মুহূর্তে দেখা যাচ্ছে 'আলতা ফড়িং' ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ।

এবার এল আরেকটি বিয়ের খবর। 'ধুলোকণা' ধারাবাহিকের তান তথা মৈনাক বন্দ্যোপাধ্যায়ও গাঁটছড়া বাঁধতে চলেছেন খুব শীঘ্রই । তবে, তাঁর হবু স্ত্রী টলিপাড়ার কেউ নন। ইটিভি ভারতকে নিজেই সে কথা জানিয়েছেন মৈনাক । তাঁর হবু বউয়ের নাম ঐশ্বর্য চৌধুরী । মুম্বইয়ের এক নামী সংস্থায় কার ডিজাইনারের পেশায় নিযুক্ত তিনি ৷ খবর অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি বিয়ের বাঁধনে বাঁধা পড়তে চলেছেন দুজনে । কর্মসূত্রে ঐশ্বর্য থাকেন মুম্বইতে । আর তাঁর পরিবার থাকে কলকাতায় । সম্প্রতি আইবুড়ো ভাত খেলেন মৈনাক । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মৈনাক লিখেছেন, "ছোট্ট করে আইবুড়ো ভাত। আইবুড়ি এলে বড় করে হবে।" আর তারপর থেকেই আগ্রহের পারদ চড়তে শুরু করেছে তাঁকে ঘিরে।

আরও পড়ুন :সকালে মালওয়ালি রীতির পর রাতে বাঙালি রীতিতে জীবনসঙ্গীর হাত ধরলেন মৌনি


মৈনাকের ফ্যান ফলোয়ার নেহাত কম নয়। সেই কারণে তাঁকে ঘিরে আগ্রহ থাকবে জানা কথা। পাত্রী কে, কবে বিয়ে সবই অভিনেতা খোলসা করেছেন সংবাদ মাধ্যমের কাছে। এবার অপেক্ষা শুভদিনের । ৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে মৈনাক অভিনীত বাংলা ছবি 'বাবা বেবি ও...' । লালন-ফুলঝুরির গানের লড়াই নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকমনে । ফুলঝুরির লুকেও এসেছে পরিবর্তন । পরিচারিকার সাদামাটা সালোয়ার কামিজের বদলে তাঁকে দেখা যাচ্ছে লাল পাড় সাদা ডিজাইনার শাড়িতে । ওদিকে কদিন আগে শোনা গিয়েছিল সংশ্লিষ্ট চ্যানেলের আসন্ন ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে বাবুল সুপ্রিয়কে । কিন্তু সেই আশায় জল ঢেলেছেন বাবুল সুপ্রিয় । সময়ের অভাবে টেলিভিশনে ব্যস্ত হতে পারবেন না তিনি । তাতে কী? 'ধুলোকণা'তে রিয়ালিটির মঞ্চে তাঁকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায় । বাকিটা চমক হিসেবে রাখতে চাইছে চ্যানেল কর্তৃপক্ষ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details