কলকাতা : টেকনিশিয়ানদের পেমেন্ট বন্ধ থাকার অভিযোগে কাজ বন্ধ হল সমস্ত ধারাবাহিকের। টাকা বকেয়া রাখার মূল অভিযোগ সুব্রত রায় প্রোডাকশন হাউজ়ের বিরুদ্ধেই।
কালকে পেমেন্ট না হলে বন্ধ সমস্ত ধারাবাহিকের শুটিং - Bengali serial
পেমেন্ট বন্ধ থাকায় আজ দুপুর 3.40 থেকে বন্ধ সমস্ত ধারাবাহিকের শুটিং।
![কালকে পেমেন্ট না হলে বন্ধ সমস্ত ধারাবাহিকের শুটিং](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4222165-979-4222165-1566565804181.jpg)
বাংলা ধারাবাহিক বন্ধ
টেকনিশিয়ানরা অভিযোগ জানিয়েছেন যে, TDS কাটা হলেও তাঁদের প্রাপ্য টাকা জমা পড়েনি অ্যাকাউন্টে। তাঁরা এটাও জানিয়েছেন যে, কালকের মধ্যে টাকা জমা না পড়লে কোনও ধারাবাহিকের শুটিংই হবে না। শুটিং চালু থাকলে 'মনসা' ধারাবাহিকের শেষ শুটিং হত 29 অগাস্ট। তবে পরিবর্তিত পরিস্থিতিতে পিছিয়ে যাবে তারিখটা।
ইন্দ্রপুরী স্টুডিয়োতে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আজ মিটিং হয়। সেখানে উপস্থিত ছিলেন জিৎ। একটু পরে জিৎ মিটিং থেকে বেরিয়ে যান। 26 তারিখ আবার মিটিং হওয়ার কথা আছে।
Last Updated : Aug 23, 2019, 10:54 PM IST