কলকাতা : বাংলা ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে 11 জুন থেকে । সব নিয়ম মেনেই চলছে শুটিং । তবে সব নিয়ম মানা হলেও কোরোনায় আক্রান্ত হচ্ছেন একাধিক তারকা । তবে শুধু তারকারাই নন, আক্রান্ত মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে কয়েকজন টেকনিশিয়নও । মনে এক রাশ ভয় নিয়েই কাজে যোগ দিচ্ছেন তাঁরা । কারণ কাজ বন্ধ করলে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে । কিন্তু, ধারাবাহিকের মুখ্য চরিত্ররাই যদি আক্রান্ত হন, তখন কী হবে ? এর বিকল্প কী ভাবছেন নির্মাতারা ? কী পরিস্থিতি তৈরি হচ্ছে কাজের জায়গায় ? এই সব নিয়ে ETV ভারত কথা বলেছিল ধারাবাহিকের নির্মাতাদের সঙ্গে ।
ম্যাজিক মোমেন্টেসের প্রযোজনা সংস্থার একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে এখন, 'শ্রীময়ী', 'কোড়া পাখি', 'মোহর'। প্রযোজনা সংস্থার অন্যতম মাথা পরিচালক লীনা বন্দ্যোপাধ্যায় বলেন, "যদি আমাদের কোনও মুখ্য চরিত্রের কোরোনা ধরা পরে, শো তো আর বন্ধ হবে না । সেক্ষেত্রে অন্য উপায় বের করে কাজ করতে হবে ।"