পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

উৎপল দত্তকে আবার মঞ্চে ফেরালেন সৌরভ - sourav palodhi

উৎপল দত্তের লেখা নাটককে মঞ্চে ফেরাতে চলেছেন নাট্যকার সৌরভ পালোধি। নাটকের নাম 'ঘুম নেই'। আজ প্রথমবারের জন্য মঞ্চস্থ হতে চলেছে এই নাটক অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে, সন্ধ্যে ৬:৩০টায়।

উৎপল দত্ত

By

Published : May 10, 2019, 5:00 PM IST

কলকাতা : নাট্যকার সৌরভ পালোধির নাট্যদলের নাম 'ইচ্ছেদল'। যে কোনও প্রযোজনাই তাঁদের কাছে খুব স্পেশাল। রীতিমতো রিসার্চ করতে হয়েছে তাঁদের ১৯৭৫ সালের প্রেক্ষাপটটাকে তুলে ধরতে। এই নাটকের বিষয়বস্তু কী? সমাজের নিচুতলার মানুষের গল্প বলবে 'ঘুম নেই'। তাঁদেরই ম্যানিফেস্টো বলা যেতে পারে এই নাটককে। নাটকে দেখানো হয়েছে ট্রাকচালকদের। যাঁরা নিজেদের স্কন্ধে বহন করে সমাজের ভার। তাঁদের বেঁচে থাকা ও লড়াইয়ের গল্প বলবে 'ঘুম নেই' নাটকটি।

নাটকের রিহার্সালে
পরিচালক সৌরভ পালোধি বললেন, " সাতের দশকে উৎপল দত্ত এই নাটকটি লিখেছিলেন। আমি দেখাচ্ছি ১৯৭৫ সালকে মাথায় রেখে। তবে এখনকার সময়ে এই নাটকের প্রাসঙ্গিকতা অনেকটাই। আজকের দিনে দাঁড়িয়ে শ্রমিকরা মালিকের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে এবং ক্ষমতাটা পুরোটাই মালিকের হাতে চলে যাচ্ছে। রাজনৈতিক স্তরে শ্রমিক ইউনিয়ের অভাব দেখা যাচ্ছে। উৎপল দত্ত যখন এই নাটকটি লিখেছিলেন সাতের দশকে, তখন একটি বৃহত্তর শ্রমিক আন্দোলন গড়ে উঠেছিল। বিগত কয়েক বছরে সেই আন্দোলন মিসিং। আজ কোনও ক্যাব চালানো মানুষের মৃত্যু ঘটে গেলে পরিবার কোনও ক্ষতিপূরণ পায় না। কারণ, তাঁদের কোনও ইউনিয়ন নেই।"

সৌরভ আরও বলেন, "যেটা বেঙ্গালুরু কর্পোরেট সেক্টর করতে পারে আমরা তা পারি না। নাটকে দেখানো হবে, ৭৫'এর শ্রমিক আন্দোলন। মালিকপক্ষের বুক কাঁপিয়ে দেওয়ার মতো একটা আন্দোলন। কিন্তু আজকের কোনও মানুষ যদি এটা বসে দেখেন, তিনি পুরোপুরি আজকের সময়টাকে কানেক্ট করতে পারবেন এবং প্রয়োজনীয়তাও বুঝতে পারবে ইউনিয়নের।"

নাটকের দৃশ্য

নাটকে দেখানো হবে রাস্তার একটি ধাবা এবং তার মালিকের কাহিনিও। দেখানো হবে বেকারত্বের দুর্ভোগ এবং মূলস্রোতে ফিরে আসার লড়াই। দেখানো হবে এক উন্মাদকে ও সমাজে তার প্রত্যাখ্যানকে। গল্পে যুক্ত হয়েছে এক বয়ঃজ্যেষ্ঠ, যাঁর কাছে এদের লড়াই কোনও বিষয় নয়। আর রয়েছে দুই সাংবাদিক, যারা নতুন খবর তৈরির কাজে ছুটছে। তবে ধীরে ধীরে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাবে নাটকের গল্প।

ABOUT THE AUTHOR

...view details