পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সারেগামাপা চ্যাম্পিয়ান সৌম্য - Soumya Chakraborty

মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সারেগামাপা চ্যাম্পিয়ান সৌম্যর বিরুদ্ধে। গতকাল এই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।

সৌম্য

By

Published : May 27, 2019, 9:33 PM IST

কলকাতা : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন ২০১৫ সালে সারেগামাপা রিয়ালিটি শোয়ের চ্যাম্পিয়ন সৌম্য চক্রবর্তী। গতকাল এক মহিলার অভিযোগের ভিত্তিতে সৌম্য়কে গ্রেপ্তার করে পুলিশ।

তরুণীর অভিযোগ, সৌম্যর মা তাঁকে তাঁদের দক্ষিণেশ্বরের বাড়িতে নিমন্ত্রণ করেন। সেখানে সৌম্য তাঁকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করেন। এখানেই শেষ নয়। তরুণীর আরও অভিযোগ, ওই অবস্থায় সৌম্য তাঁর ছবি তোলেন এবং হুমকি দেন সোশাল মিডিয়ায় সেই ছবি আপলোড করে দেওয়ার। এই ঘটনা ২০১৬ সালের। ছবি দেখিয়ে ব্ল্য়াকমেল করে সৌম্য ফের ধর্ষণ করে বলেও অভিযোগ উঠেছে।

গত ৫ মে সৌম্যর বিরুদ্ধে কাশিপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে সেই তরুণী। সোমবার সৌম্যকে শিয়ালদহের এসিজেএম আদালতে তোলা হয়। ১ জুন পর্যন্ত পুলিশি হেপাজতে থাকবেন সৌম্য, তেমনই নির্দেশ দেন বিচারক।

ঘটনাটি ঘটার তিন বছর পর কেন সেই তরুণী অভিযোগ দায়ের করেছে, তা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এই ঘটনা সামনে আসতেই পলাতক সৌম্যর মা এবং মামা। ২০১৫ সালে সৌম্য বিয়ে করেন তাঁর প্রেমিকা রূপসাকে। তাঁদের একটি দু'বছরের কন্যাসন্তানও রয়েছে।

সারেগামাপা শো মারফত বেশ জনপ্রিয় হয়েছিলেন সৌম্য। তাঁর বাড়ি দক্ষিণেশ্বরে। অংশগ্রহণ করেছেন ইন্ডিয়ান আইডেলেও। ফোক এবং শাস্ত্রীয় সঙ্গীতে গান গেয়ে শ্রোতাদের মন ভরিয়েছেন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details