কলকাতা, 16 মার্চ :একজন কোম্পানির মালিককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না । নাটকীয়ভাবে উধাও হয়ে গেছেন তিনি । কোম্পানির বাকি কর্মীরা কি তার এই হঠাত উধাও হয়ে যাওয়ার পিছনে রয়েছে? নাকি তাকে কেউ অপহরণ করেছে নাকি তিনি নিজেই গা ঢাকা দিয়েছেন? এই সব প্রশ্নের উত্তর নিয়েই মঞ্চস্থ হতে চলেছে নতুন নাটক 'চাঁদমারি'। নাটকটি মঞ্চস্থ করবে সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচির দল 'কৃষ্টি পটুয়া' (Rupankar Bagchi New Drama chandmari)৷ মঞ্চে দেখা যাবে রূপঙ্করকেও ৷
কিন্তু এখানে ঠিক কোন ভূমিকায় অভিনয় করছেন তিনি? তাঁর সঙ্গে মালিকের সম্পর্ক কী? তিনিই কি মালিকের চরিত্রে? নাকি তিনি খুঁজছেন মালিককে । কিছুই এখনও খোলসা করা হয়নি দলের পক্ষ থেকে । করোনার দাপট কাটিয়ে দীর্ঘদিন পর মঞ্চে ফিরছে 'কৃষ্টি পটুয়া' । নিরঞ্জন সদনে আগামী 20 মার্চ মঞ্চস্থ হবে রূপঙ্করের প্রযোজনায় আসছে নতুন নাটক 'চাঁদমারি'। এর আগে 'জেহাদ', ' হীরালাল বায়োস্কোপ'- এর মতো সফল প্রযোজনাগুলি 'কৃষ্টি পটুয়া'র দক্ষ নাট্যশৈলির প্রমাণ দিয়েছে । এবার 'চাঁদমারি'।
রূপঙ্কর বাগচির নাট্যদল 'কৃষ্টি পটুয়া' থেকে আসছে নতুন নাটক 'চাঁদমারি' এর আগে নাটকে গান এবং আবহসঙ্গীত লাইভ করা হত । তবে এই নতুন প্রযোজনায় তা রেকর্ড করা হয়েছে । নাটকটি পরিচালনা করছেন দেবদাস ঘোষ । রূপঙ্কর বলেন," লকডাউনের পর এই প্রথম নতুন প্রযোজনা নিয়ে আসছি । এখানে আমি রূপঙ্কর নই, চৈতালিও অন্য ভূমিকায় । আসলে গল্পটা একটা কোম্পানির । কোম্পানির মালিক বা বস যাই বলা হোক তিনি হঠাৎ বেপাত্তা হয়ে যান । কোম্পানির কর্মীদের মধ্যে নানা সমীকরণ বদলাতে থাকে । কোথায় গেলেন বস ? নানা প্রশ্নের উত্তর নিয়ে আমাদের এই নাটক 'চাঁদমারি' । এই প্রথম আবহসঙ্গীত রেকর্ড করলাম নাটকের জন্য ।"
মঞ্চে দেখা যাবে রূপঙ্করকেও আরও পড়ুন: চিরঞ্জীবীর তেলুগু ফিল্ম গডফাদারে 'ভাইজান'
চৈতালি বলেন, "এখানে আমি প্রমিলা । তবে, রূপঙ্করের পরিচয় নাটক দেখলে জানা যাবে । আগে বলব না । মাঝে অনেকদিন নাটকের কাজ করতে পারিনি । তাই ভালো লাগছে আবার মঞ্চে ফিরছি এই ভেবে ।" পরিচালক তথা অভিনেতা দেবদাস ঘোষ বললেন,"আশাকরি এই নতুন প্রযোজনাটা কৃষ্টি পটুয়ার আগের প্রযোজনাগুলোর মতোই সবার ভালো লাগবে । আবহসঙ্গীত নির্মাণে আর্যা, রৌনক, আয়শ্রী, সুদীপ সবাই সহযোগিতা করেছেন ।" কৃষ্টি পটুয়ার 'চাঁদমারি' নাটকটি প্রথম মঞ্চস্থ হবে আগামী 20 মার্চ, নিরঞ্জন সদন, সন্ধ্যা 6টায় ।
নাটকটি পরিচালনা করছেন দেবদাস ঘোষ