পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Rupam Islam first Novel Collection: অনামিকা বলে ডাকতে চান রূপম, জানা যাবে তাঁর নতুন উপন্য়াসে - First Novel Collection of Rupam Islam Published

দীপ প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হল গায়ক রূপম ইসলামের লেখা প্রথম উপন্যাস সংগ্রহ (First Novel Collection of Rupam Islam Published)। সংকলনটির নাম 'অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়?' ৷ এর আগে চারটি বই তিনি লিখেছেন । তবে সেগুলির রসদ ছিল গান।

The Press Club has published a collection of Rupam Islam's first novel
প্রেস ক্লাবে প্রকাশিত হল রূপম ইসলামের প্রথম উপন্যাস সংকলন

By

Published : Feb 9, 2022, 2:30 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হল গায়ক রূপম ইসলামের লেখা প্রথম উপন্যাস সংগ্রহ 'অনামিকা বলে ডাকতে পারি কি তোমায় ?' (First Novel Collection of Rupam Islam Published) ৷ তাঁর কলম দিয়েই বেড়িয়েছে 'এই একলা ঘর আমার দেশ'-এর মত গান ৷ তাই লেখক সত্ত্বা যে তাঁর মধ্যে ছিলই এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তবে এবার তাকেই একটু অন্য খাতে বইয়ে দিলেন এই গায়ক লেখক ৷ লিখে ফেললেন উপন্যাস ৷ প্রথম উপন্যাসটি লিখেছিলেন এক পত্রিকার অনুরোধে আর দ্বিতীয়টি লিখলেন বইয়ের জন্য ৷ 'দীপ প্রকাশন' থেকে প্রকাশিত হল এই বই ।

রূপম এদিন নিজেই বলেন, "আমার আগের চারটে বই গান নিয়ে । তবে এবারেরটা গান নিয়ে নয় । একটা বইয়ে দুটি উপন্যাস আছে । প্রথমটিতে একটি চরিত্রকে আমি স্থাপন করেছি । তাঁর নাম ব্রহ্ম ঠাকুর । সে একজন পলাতক মনোবিদ । তাঁর জীবনে একটা অতীত আছে । গত বছর পুজোয় লিখেছিলাম 'চাঁদনিতে উন্মাদ একজন'। সেটাই আছে এখানে । আর দ্বিতীয়টি লিখি পরে । নাহলে বইটা দৈর্ঘ্যে ছোট হয়ে যেত। দ্বিতীয়টি লিখেও খুব আনন্দ পেয়েছি আমি । ইতিমধ্যেই ১২০০ কপি বুক হয়ে গিয়েছে জানিয়েছেন প্রকাশক দীপ্তাংশু মণ্ডল । আমি খুব খুশি । আশা করি যাঁরা বুক করেছেন তাঁরা পড়বেন এবং তাঁদের ভাল লাগবে ।"

প্রেস ক্লাবে প্রকাশিত হল রূপম ইসলামের প্রথম উপন্যাস সংকলন

আরও পড়ুন:বড়পর্দায় কাকাবাবু ফিরছেন 4ফেব্রুয়ারি, ট্রেলার বড়দিনের আগে

নতুন এই পথে পা রেখে ভীষণ খুশি রূপম আগামীতে আরও উপন্যাস যে লেখার ইচ্ছা রয়েছে তাঁর তাও নিজেই এদিন জানিয়ে দেন উপস্থিত সকলকে । হাজির ছিলেন প্রকাশনা সংস্থার প্রকাশক দীপ্তাংশু মণ্ডল এবং প্রখ্য়াত সাংবাদিক গৌতম ভট্টাচার্য । প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 'জঙ্গলের মধ্যে এক হোটেল' অবলম্বনে তৈরি এই ছবি । এই ছবির টাইটেল ট্র‍্যাক গেয়েছেন রূপম ইসলাম ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details