কলকাতা, 9 ফেব্রুয়ারি : কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হল গায়ক রূপম ইসলামের লেখা প্রথম উপন্যাস সংগ্রহ 'অনামিকা বলে ডাকতে পারি কি তোমায় ?' (First Novel Collection of Rupam Islam Published) ৷ তাঁর কলম দিয়েই বেড়িয়েছে 'এই একলা ঘর আমার দেশ'-এর মত গান ৷ তাই লেখক সত্ত্বা যে তাঁর মধ্যে ছিলই এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তবে এবার তাকেই একটু অন্য খাতে বইয়ে দিলেন এই গায়ক লেখক ৷ লিখে ফেললেন উপন্যাস ৷ প্রথম উপন্যাসটি লিখেছিলেন এক পত্রিকার অনুরোধে আর দ্বিতীয়টি লিখলেন বইয়ের জন্য ৷ 'দীপ প্রকাশন' থেকে প্রকাশিত হল এই বই ।
রূপম এদিন নিজেই বলেন, "আমার আগের চারটে বই গান নিয়ে । তবে এবারেরটা গান নিয়ে নয় । একটা বইয়ে দুটি উপন্যাস আছে । প্রথমটিতে একটি চরিত্রকে আমি স্থাপন করেছি । তাঁর নাম ব্রহ্ম ঠাকুর । সে একজন পলাতক মনোবিদ । তাঁর জীবনে একটা অতীত আছে । গত বছর পুজোয় লিখেছিলাম 'চাঁদনিতে উন্মাদ একজন'। সেটাই আছে এখানে । আর দ্বিতীয়টি লিখি পরে । নাহলে বইটা দৈর্ঘ্যে ছোট হয়ে যেত। দ্বিতীয়টি লিখেও খুব আনন্দ পেয়েছি আমি । ইতিমধ্যেই ১২০০ কপি বুক হয়ে গিয়েছে জানিয়েছেন প্রকাশক দীপ্তাংশু মণ্ডল । আমি খুব খুশি । আশা করি যাঁরা বুক করেছেন তাঁরা পড়বেন এবং তাঁদের ভাল লাগবে ।"