কলকাতা :"মিছিলে সরকারের কোনও বাধা নেই, খালি থিয়েটারেই বাধা", কোরোনার সময়ে থেমে থাকা থিয়েটার জগৎ নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বলতে গিয়ে এই কথা বললেন অভিনেতা ঋতব্রত মুখার্জি ।
'অশোকনগর নাট্যআনন' থিয়েটার দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অভিনেতা ঋতব্রত মুখার্জি । দলের অন্যান্য সদস্যরা হলেন চন্দন সেন, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা । দলটি নিয়মিতভাবে নাটক মঞ্চস্থ করে, নানা ধরনের এক্সপেরিমেন্ট করে থিয়েটার নিয়ে । কিন্তু সেসব বন্ধ এখন লকডাউন হওয়ার পর থেকেই ।
"মিছিলে সরকারের কোনও বাধা নেই, খালি থিয়েটারেই বাধা" - Ritabrata mukherjee on theatre
স্পষ্টবক্তা ঋতব্রত মুখোপাধ্যায় নাট্য জগতের ভবিষ্যৎ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক দেখালেন আমাদের ।
Ritabrata mukherjee upset on theatre being ignored
শুধু যে থিয়েটার হলগুলো বন্ধ আছে, তাও নয় । নাটকের মহড়াও পুরোপুরি বন্ধ । যদিও এক-দু'জায়গায় জায়গায় ডিজিটাল থিয়েটার তৈরির প্রচেষ্টা চলছে । তবে সেটাও সংখ্যায় খুবই কম । সবকিছু নিয়ে খুবই উদ্বিগ্ন ঋতব্রত ।
Last Updated : Jul 14, 2020, 10:54 PM IST