চেন্নাই, 20 মে: কোভিড সংকটের সময়ে ফিল্ম ও টেলিভিশনের শ্যুটিং করা নিষিদ্ধ করা হয়েছিল ৷ তবে নিষেধ না-মানা সত্ত্বেও শ্যুটিং চালিয়ে যাওয়ায় এ বার বিগ বস মালায়লমের শ্যুটিং বন্ধ করে দিলেন রাজস্ব দফতরের আধিকারিকরা ৷ চেন্নাইয়ে ইভিপি ফিল্ম সিটিতে চলছিল শ্যুটিং ৷
গত সপ্তাহে ওই সেটের 6 জন কর্মীর কোভিড রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তারপরও শ্যুটিং চলছিল বিগ বস মালয়লমের ৷ কার্ফু বিধি ভঙ্গের জন্য সেট সিল করে দেওয়া হয় ৷ কর্মীদের সেট থেকে বের করে দিয়ে সেট খালি করে দেওয়া হয়েছে ৷ কোভিড বিধি মেনে কর্মীদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে ৷