কলকাতা, 21 এপ্রিল : করোনা কেড়ে নিল বাংলার আরও এক নক্ষত্রের প্রাণ ৷ প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ ৷ কোভিডে আক্রান্ত হয়ে 89 বছরে মৃত্যু হল কবি শঙ্খ ঘোষের ৷ সাহিত্যে এবং বাংলা কবিতায় মহীরুহ পতন বলা যেতে পারে শঙ্খ ঘোষের প্রয়াণকে । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সাহিত্য, চলচ্চিত্র এবং থিয়েটার জগতে ৷
তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে গলা ধরে আসল পরিচালক নন্দিতা রায়ের ৷ নন্দিতা এবং শিব প্রসাদ জুটির সঙ্গে শঙ্খ ঘোষের হৃদ্যতা দীর্ঘদিনের । বাকরুদ্ধ নন্দিতা ৷ তিনি জানানেল, শঙ্খ ঘোষার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রয়াণে একটা প্রজন্ম শেষ হয়ে গেল ৷ তাঁর কবিতা আমাদের বেঁচে থাকার পথ দেখিয়েছে ৷ শঙ্খ ঘোষের চলে যাওয়াতে অভিভাবকহীন হলাম ৷
শঙ্খ ঘোষের প্রয়াণে গভীরভাবে শোকাহত জনপ্রিয় গায়িকা লোপামুদ্রা মিত্র ৷ শঙ্খ ঘোষের কবিতা নিয়ে অনেক গান গেয়েছেন তিনি ৷ কবির প্রয়াণ গায়িকার কাছে অভিভাবকহীন হবারই সমান ৷ বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে বিদ্ধ করা হয়েছে কবিকে ৷ সেই প্রসঙ্গে গায়িকাকে প্রশ্ন করলে তিনি কবির কবিতার লাইন ধারেই বলেন ,"চুপ কর শব্দহীন হও।"
বীরভূমে শুটিঁংয়ে ব্যস্ত অভিনেত্রী সোহিনী সরকার ৷ সকালেই পেয়েছেন কবির প্রয়াণের খবর ৷ তাই ভারাক্রান্ত অভিনেত্রীর মন ৷ তিনি জানালেন কোভিড একে একে বহু গুণীজনের প্রাণ কেড়ে নিয়েছে ৷ তাতে বাকরুদ্ধ তিনি ৷