কলকাতা : 'রান্নাবান্না' নতুন এপিসোডের সম্প্রচার শুরু করেছে কয়েকদিন আগেই । মাম্মি এবং গোপালের দুষ্টু মিষ্টি খুনসুটিতে ভরা এই শো-তে হরেকরকম রান্নার সঙ্গে জমে যায় নতুন নতুন অতিথিদের আড্ডা । বিশেষ এপিসোডে থাকেন বিশেষ অতিথিরা । যেমন 15 অগাস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি হিসেবে এই শো-তে আসতে চলেছেন পাপড়ি সরকার ।
স্বাধীনতা দিবসে 'রান্নাবান্না'-র বিশেষ পর্ব
15 অগাস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি হিসেবে 'রান্নাবান্না'-তে আসতে চলেছেন পাপড়ি সরকার । ওই এপিসোডে স্বাধীনতার সময়কার ইতিহাস তুলে ধরবেন তিনি ।
পাপড়ি বেলেঘাটা হাউজ়ের 'পূর্ব কলিকাতা গান্ধি সড়ক সমিতি'-র সেক্রেটারি । এই বেলেঘাটার বাড়িটির পূর্ব নাম ছিল হায়দারী মঞ্জিল । এই হায়দারী মঞ্জিলেই 1947 সালের 15 অগাস্ট ছিলেন মহাত্মা গান্ধি । 12 অগাস্ট ওই বাড়িতে যান গান্ধিজি । সেখানে গান্ধিজির পদধূলি পড়ায় পরবর্তীকালে বাড়ির নাম বদলে দেওয়া হয় । রাখা হয় 'গান্ধি ভবন'। স্বাধীনতার সময়কার একাধিক ঘটনার সাক্ষী এই বাড়িটি । 'রান্নাবান্না'-তে সেই ইতিহাসই তুলে ধরবেন পাপড়ি ।
গান্ধি ভবনের সঙ্গে 'রান্নাবান্না' শোয়ের প্রযোজক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পর্ক আজকের নয় । গতবছর 'গোত্র' ছবির 'বৈষ্ণব জয়তু' গানটিও এই গান্ধি ভবনেই লঞ্চ করা হয় । এবার স্বাধীনতা দিবসের দিন তাঁদেরই প্রযোজিত 'রান্নাবান্না'-র এই শো-তে 'পূর্ব কলিকাতা গান্ধি সড়ক স্মৃতি'-র সেক্রেটারি পাপড়ি একটা আলাদা মাত্রা যোগ করবে ।