পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রানির পরিবারে ঘনিয়ে আসছে বিপদ! - rani

রানি রাসমনির কাহিনিকে তুলে ধরতে বছর দুয়েক আগে শুরু হয়েছিল ধারাবাহিক করুণাময়ী রানি রাসমনি। সময়ের সঙ্গে সঙ্গে গল্প অনেকটাই এগিয়েছে। রানি থেকে রানি রাসমনি হয়ে ওঠার যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে। খুব শিগগিরিই রানির সংসারে ঘনিয়ে আসছে বিপদ। কোনও এক সদস্যকে হারাতে চলেছে রানি।

রানি রাসমনির সেটে

By

Published : May 13, 2019, 4:58 PM IST

রাজচন্দ্রর মৃত্যুর পর থেকেই একের পর এক ঝড় আসছে রানির উপর। কখনও ইংরেজদের উপদ্রপ তো কখনও পারিবারিক সমস্যা। তার মধ্যেই রানিকে সামলাতে হচ্ছে ব্য়াবসাও।

এদিকে রানির ঘর আলো করে এসেছে জগদম্বা ও মথুরের সন্তান দ্বারকানাথ। তাকে ঘিরে একটু হলেও খুশির হাওয়া রানির সংসারে। কিন্তু, এর মাঝেই এসেছে একটি হুমকি চিঠি। তাকে কী লেখা, সে নিয়ে মুখ খুলতে নারাজ রানি ও তার পরিবার।

রানি রাসমনির সেটে

তবে মথুরের বক্তব্য থেকে স্পষ্ট এই চিঠি কোনও ভালো খবর নিয়ে আসেনি।

কী চলছে রানি রাসমনির সেটে, দেখুন ভিডিয়োয়...

রানি রাসমনির সেটে

ABOUT THE AUTHOR

...view details