নিউ দিল্লি : একটা সময় ছিল যখন দেশজুড়ে আপামর জনতার কাছে বিনোদনের আর এক নাম ছিল 'রামায়ণ' । সন্ধেবেলা পুরো পরিবারের মিটিং প্লেস ছিল বাড়ির বৈঠকখানায় টেলিভিশন সেটের সামনে । 1987-এর 25 জানুয়ারি থেকে 1988 সালের 31 জুলাই অবধি দূরদর্শনের পরদায় দাপিয়েছিল রামানন্দ সাগর পরিচালিত 'রামায়ণ' । দেশবাসীর সেই নস্ট্যালজিয়াকে ফিরিয়ে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার ।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইটারের মাধ্যমে এই খবর জানিয়েছেন । তিনি লিখেছেন, "পাবলিক ডিমান্ডে আমরা আগামীকাল থেকে 'রামায়ণ'-এর পুনঃসম্প্রচার শুরু করতে চলেছি । এই খবর ঘোষণা করতে পেরে ভালো লাগছে । 28 মার্চ শনিবার থেকে DD ন্যাশনালে শুরু হবে ধারাবাহিকটি । সকাল 9 টা থেকে 10 টা একটি এপিসোড ও রাত 9 টা থেকে 10 টা আর একটি এপিসোড ।"
মন্ত্রীর এই ঘোষণায় বেশ খুশি নেটিজেনরা । অনেকেই মন্তব্য করেছেন যে, শৈশবের স্মৃতি ফিরতে চলেছে, নস্ট্যালজিক হয়ে পড়ছেন তাঁরা । আবার অনেকের মতে, এই লকডাউনের সময় 'রামায়ণ'-এর মতো ধর্মীয় জনপ্রিয় ধারাবাহিক মানুষকে বাড়িতে আটকে রাখতে বাধ্য ।