পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সব রেকর্ড ভেঙে দিল 'রামায়ণ'

'রামায়ণ'-এর 16 এপ্রিলের এপিসোডটি দেখেছেন 7.7 কোটি মানুষ । গোটা বিশ্বে যা এখনও পর্যন্ত সবথেকে বড় রেকর্ড ।

dfg
dfg

By

Published : May 1, 2020, 11:27 AM IST

মুম্বই : সব ধারাবাহিকের রেকর্ডকে ভেঙে চুরমার করে দিল রামানন্দ সাগরের ধারাবাহিক 'রামায়ণ'। লকডাউনের মধ্যে ফের দূরদর্শনে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক । গৃহবন্দী অবস্থায় এই ধারাবাহিক উপভোগ করছেন দর্শকরাও । পাশাপাশি সোশাল মিডিয়াতেও 'রামায়ণ' নিয়ে শুরু হয়েছে জোর চর্চা । এই সব মিলিয়ে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে 'রামায়ণ'-এর দর্শক সংখ্যা ।

এখনও পর্যন্ত সবথেকে বড় রেকর্ড নির্মাণ করেছে 'রামায়ণ'। 'রামায়ণ'-এর 16 এপ্রিলের এপিসোডটি দেখেছেন 7.7 কোটি মানুষ । গোটা বিশ্বে যা এখনও পর্যন্ত সবথেকে বড় রেকর্ড ।

বাল্মীকির রামায়ণ ও তুলসি দাসের রামচরিতমানসের উপর ভিত্তি করে এই ধারাবাহিক তৈরি করেছিলেন রামানন্দ সাগর । সেখানে রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল ও সীতা হয়েছিলেন দীপিকা চিখালিয়া । মোট 78টি এপিসোডে ভাগ করা হয়েছিল এই ধারাবাহিককে ।

1987-এর 25 জানুয়ারি থেকে দূরদর্শনে প্রথমবার সম্প্রচারিত হয় এই ধারাবাহিক । চলেছিল 1988-র 31 জুলাই পর্যন্ত । তখনও এই ধারাবাহিকের দর্শক সংখ্যা ছিল সর্বাধিক । বিশ্বের সর্বাধিক দেখা পৌরাণিক হিসেবে 2003 পর্যন্ত লিমকা বুক অফ রেকর্ডে নাম ছিল এই ধারাবাহিকের ।

আর লকডাউনের মধ্যে দর্শকদের অনুরোধে ফের দূরদর্শনে সম্প্রচারিত হয় এই ধারাবাহিক । 28 মার্চ থেকে শুরু হয়েছে ধারাবাহিকের পুনঃপ্রচার । এখনও কমেনি এই ধারাবাহিকের জনপ্রিয়তা । একইভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক । আর সেই কারণেই দর্শক সংখ্যার দিক থেকে আরও একবার রেকর্ড গড়েছে 'রামায়ণ'।

ABOUT THE AUTHOR

...view details