কলকাতা : রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্য়ে মুক্তি পেল রবীন্দ্রসংগীতের নতুন অ্যালবাম। নাম ইনডেভারইন টেগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপল সেনগুপ্ত, গৌরব চ্যাটার্জি, রুদ্রনীল চৌধুরি ঋতপ্রভ রায়, কুনাল বিশ্বাস, সোমলতা আচার্য, প্রসূন ভট্টাচার্য ও চন্দ্রা চক্রবর্তী।
ফোটো
অনুষ্ঠানে এসে সোমলতা বললেন, "খুবই ভালো লাগছে দেখে যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও রবীন্দ্রসংগীতকে নিয়ে এতটা মেতে উঠেছে। নতুন করে কিছু নিয়ে আসার চেষ্টা করছে। এটা দেখেই তো ভালো লাগছে।" অ্যালবাম প্রসঙ্গে উপল বলেন,"আবারও প্রমাণ হয়ে গেল যে রবীন্দ্রসংগীতকে বাঁধা যায় না। নতুন প্রজন্ম সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি দেখা যায় লোকগীতি নিয়েও এক্সপিরিমেন্ট হয়েছে। তেমনই রবীন্দ্রসংগীত নিয়েও হচ্ছে। সব সফল হচ্ছে তেমন নয়। কিন্তু, এক্সপিরিমেন্টটা হবেই।"
Last Updated : May 21, 2019, 1:06 PM IST