৭০০ এপিসোডের মাইলস্টোন পার করল 'রাণী রাসমণি' - ৭০০ এপিসোড
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্য়তম 'রাণী রাসমণি'। ধারাবাহিকের বিষয়বস্তু থেকে শুরু করে শিল্পীদের অভিনয়, সবকিছুই বেশ পছন্দ করেছেন দর্শক। তাই দর্শকের ভালোবাসার জোয়ারে যে কখন ৭০০ এপিসোড পেরিয়ে গেল, ঠাহর করতে পারলেন না কেউই। 'রাণী রাসমণি'-র এই সাফল্যে উচ্ছ্বসিত কলাকুশলীরা।
কলকাতা: ২০১৭ সালে শুরু হবার পর থেকে 'রাণী রাসমণি' দর্শককে ভরপুর বিনোদন দিয়ে চলেছে। এই ধারাবাহিকে রাণী রাসমণির চরিত্রে দিতিপ্রিয়া রায়ের অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে। শুধু দিতিপ্রিয়াই নয়, মথুরা মোহন হোক বা জগদম্বা, প্রত্যেকেই দর্শক পরিবারের অংশ হয়ে উঠেছেন। সম্প্রতি সম্প্রচারিত হয়েছে ধারাবাহিকের 700 তম এপিসোড। এই উপলক্ষ্যে ধারাবাহিকের সেটে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠানের, যেখানে ধারাবাহিকের সকল সদস্যরা কেক কেটে বিশেষ দিনটিকে উদযাপন করলেন।