পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রিল লাইফেও প্রসেনজিতের রিয়েল দেহরক্ষী রাম সিং!

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী রাম সিং এখন রীতিমতো সেলিব্রিটি বলা যায়।

প্রসেনজিতের সঙ্গে রাম সিং

By

Published : Apr 26, 2019, 8:51 PM IST

কলকাতা : আজ মুক্তি পেল কৌশিক গাঙ্গুলি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'জ্যেষ্ঠপুত্র'। সেই ছবিতেই অভিনয় করতে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী রাম সিংকে।

ছবির প্রথম দৃশ্যেই তিনি অর্থাৎ রাম সিং। ছবিতেও তার নাম রাম সিংয়ের রাখা হয়েছে। 'জ্যেষ্ঠপুত্র' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছেন। যার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। ছবিতে যেহেতু তিনি অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন, তাই প্রথম দৃশ্য একটি শুটিংয়ের। 'মনের মানুষ' ছবির লালন ফকিরের দৃশ্য বলা যেতে পারে।

দৃশ্যের পর খবর আসে প্রয়াত হয়েছেন অভিনেতার বাবা ইন্দ্রনাথ গাঙ্গুলি। সেই সিনেই অভিনেতার দেহরক্ষীর চরিত্রেই দেখা যায় রাম সিংকে। প্রসেনজিতের দেহরক্ষীর চরিত্রে অভিনয় করে কেমন লাগলো রিয়েল লাইফের রাম সিং ETV Bharat'কে জানালেন তাঁর প্রতিক্রিয়া।


রাম সিং বলেন, "দাদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই মধুর। দাদা আমাকে খুব ভালোবাসেন। 'জ্যেষ্ঠপুত্র' ছবিতে আমাকে অনেক জায়গায় দেখা গেছে দাদার সঙ্গে, যেমনটা দেখা যায় সত্যি জীবনে। পরদাতেও দাদার পাশে পাশে থাকতে পেরেছি, এটাই আমার কাছে বড় কথা। এর জন্য দাদাকে ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই কৌশিক গাঙ্গুলিকেও, আমাকে সুযোগ দেওয়ার জন্য।"

ABOUT THE AUTHOR

...view details