পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"একলা ফেলে আমার আগেই চলে গেল"

উষা গাঙ্গুলির প্রয়াণে গভীরভাবে শোকাহত নাট্যব্যক্তিত্ব প্রবীর গুহ । বলেন, "মনটা একেবারে ভেঙে গেল । একলা ফেলে আমার আগেই চলে গেল ।"

sdf
sdf

By

Published : Apr 23, 2020, 2:08 PM IST

কলকাতা : নাট্যকার উষা গাঙ্গুলির প্রয়াণে গভীরভাবে শোকাহত নাট্যব্যক্তিত্ব প্রবীর গুহ । প্রিয় বান্ধবীর শেষ সময় পাশে থাকতে না পেরে শোকপ্রকাশ করেছেন তিনি ।

এ প্রসঙ্গে ETV ভারতকে প্রবীরবাবু বলেন, "খুব খারাপ লাগছে । আমার অনেকদিনের বন্ধু ও সহকর্মীকে হারালাম । মনটা একেবারে ভেঙে গেল । একলা ফেলে আমার আগেই চলে গেল ।"

প্রবীর গুহ

উষাদেবীর সঙ্গে একই সময় থিয়েটার শুরু করেছিলেন প্রবীরবাবু । বলেন, "আমরা দু'জনে একই সময় থিয়েটার শুরু করি । একই সময় নাম করি । একই সময় ভারত বিখ্যাত খ্যাতি পাই । আমাদের খুব মিল ছিল । খুব বন্ধুত্ব ছিল । দুজনেই বামপন্থী, দুজনেই রাজনৈতিক নাটক করতাম, এতটাই আমাদের মিল ছিল । আমরা একসঙ্গে দলে দুটো ওয়ার্কশপ করেছি । ওঁদের দলের একটা নাটকও আমি করেছিলাম । সেই নাটকটির নাম ছিল 'ফাটা চশমা'।"

শেষযাত্রায় উষা গাঙ্গুলি

শুধু কর্মক্ষেত্রেই নয়, পারিবারিক বন্ধুও ছিলেন তাঁরা । কাঁদতে কাঁদতে প্রবীরবাবু বলেন, "আমরা পারিবারিক বন্ধু ছিলাম । ও আমাদের বাড়িতে আসত, আমি ওদের বাড়িতে যেতাম । আমার স্ত্রীর সঙ্গেও কখনও কখনও ফোন করে কথা বলত । বাড়ির খবর নিত । আমার ছেলেকে খুব পছন্দ করত । ছেলের সঙ্গে 'ভোর' বলে একটি নাটকে কাজ করেছিলেন । আমার ছেলে মিউজ়িক করেছিল । তারপরেও ওরা একসঙ্গে অনেক কাজ করেছে । কথা ছিল সিকিম NSD-তে 'ভোর' নাটকটা আবার রিপ্রোডিউস করবে । এখন ওদের ওখানেই থাকার কথা ছিল । কিন্তু, কোরোনা সংক্রমণের জেরে সেটা পিছিয়ে যায় । উষাম্যামের মৃত্যুর খবর শুনে খুব কান্নাকাটি করছে । খুব খারাপ লাগছে আজকে । খুব প্রিয় বন্ধু ছিল আমার ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details