পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিয়ে করছে মহুল? - Fagun Bou

টেলিভিশনের পরদায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'ফাগুন বউ'। বিভিন্ন ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়েছে গল্প, পরিবর্তন এসেছে মহুল-রোদ্দুরের জীবন। এবার কাহিনিতে একেবারে নতুন চমক।

ফাগুন বউ

By

Published : Jun 19, 2019, 10:54 PM IST

কলকাতা : এক পুলিশ অফিসারের বিয়েতে প্রধান অতিথি হিসেবে যাওয়ার কথা রোদ্দুরের। আর সেখানেই বেশ অপ্রত্যাশিতভাবে মহুলকে দেখতে পায় রোদ্দুর।

রোদ্দুর

সেই পুলিশ অফিসারের সঙ্গেই মহুলকে দেখে রোদ্দুর। আর সে ভেবে বসে যে, মহুলের সঙ্গেই বিয়ে হতে চলেছে পুলিশ অফিসারটির।

মহুল

আর এদিকে রোদ্দুরের বাড়িতে মিলি এমনভাবে জাঁকিয়ে বসেছে যে, বাড়ির সকলেই তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। কোন খাতে বইবে এবার মহুল-রোদ্দুরের সম্পর্ক? উত্তর আছে 'ফাগুন বউ' ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।

ABOUT THE AUTHOR

...view details