কলকাতা, 15 ডিসেম্বর: বেশ অনেকদিন পর লিড রোলে ফিরছেন পায়েল দে (Payel De news) ৷ তাঁর বিপরীতে দেখা যাবে ঋষি কৌশিককে (Rishi Kaushik news) ৷ আছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।
বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন বাংলা ধারাবাহিক 'সোনা রোদের গান' (sona roder gaan)। এই ধারাবাহিকের হাত ধরেই টিভির পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ঋষি কৌশিক এবং পায়েল দে (Payel De Rishi Kaushik in new bengali tv serial)। ঋষি কৌশিককে এখানেও পাওয়া যাবে একজন ডাক্তারের ভূমিকায় । আর বাড়ির আদরের মেয়ে আনন্দীর ভূমিকায় পায়েল দে । চনমনে, সরল, বুদ্ধিমতী এবং চালাক - এই সকল তকমা তার জন্য একদম মানানসই । প্রভাবশালী ব্যবসায়ী পাত্র বিক্রমের সঙ্গে বিয়ে নিয়ে সে এক্সাইটেড ।
আরও পড়ুন:Bhoy Peyo Na : শ্রাবন্তী-ওমকে সঙ্গে নিয়ে বড়পর্দায় ডেবিউ করছেন অয়ন দে
প্রোমো বলছে তাদের বিয়েটা শেষ পর্যন্ত হয়নি । এরপর আনন্দীর বাবার হঠাৎ অসুস্থতা সব ওলটপালট করে দেয় । আনন্দীর সঙ্গে দেখা হয় ডা. অনুভবের । আনন্দীর বাবা যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন তাদের পরিবারের প্রতি দায়িত্ব পালন করে অনুভব । আনন্দীর বাবার মৃত্যুর পর পরিবারের সকলে সবকিছুর জন্য দায়ী করে আনন্দীকে । এমনই গল্পের উপর ভিত্তি করে আসছে ধারাবাহিক 'সোনা রোদের গান' ।