কলকাতা, 21 অক্টোবর: পুজোয় কলকাতা ছেড়ে সপরিবারে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী পায়েল দে । ধসের (Darjeeling Landslide) কারণে সেখানে আটকে পড়েন তাঁরা । মিস হয়েছিল ট্রেন । অবশেষে নানা বাধা পেরিয়ে তাঁরা নেমেছেন শিলিগুড়িতে (Siliguri)৷
টলিউডের ভ্রমণপিপাসু দম্পতি হিসেবে পরিচিত পায়েল এবং গোগোল অর্থাৎ দ্বৈপায়ন দাস । ছুটিছাটা পেলেই পাড়ি দেন কখনও দেশের কোনও জায়গায় কখনও বা বিদেশে ৷ এই বছর পুজোতেও তাঁরা পাড়ি দেন পাহাড়ের কোলে । আর সেখানে প্রবল ধসে বহু পর্যটকের সঙ্গেই আটকে পড়েন তাঁরাও ৷ কালিম্পঙের টাকনা নামক একটি গ্রামে ছিলেন তাঁরা ।
ধসের বাধা কাটিয়ে আজ বৃহস্পতিবার শিলিগুড়িতে পৌঁছলেন পায়েল, গোগোল, তাঁদের সন্তান মেরাখ এবং গোগোলের বাবা-মা। পায়েল জানালেন, আগামিকাল, শুক্রবার তাঁরা রওনা দেবেন কলকাতার উদ্দেশে ।
আরও পড়ুন:Weather Forecast: অক্টোবরের শেষেই শীতের আগমন ! আগামীকাল থেকে কমতে পারে তাপমাত্রা