পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফের ধারাবাহিকে পার্নো - Parno Mittra in bangali serial

ধারাবাহিকে পার্নোকে দেখা যাবে এক আদিবাসী মহিলার চরিত্রে । আর পাঁচজনের থেকে সে একেবারেই আলাদা । ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর সেই লুক ।

fg
dfg

By

Published : Jan 2, 2020, 1:31 PM IST

কলকাতা : নতুন বছরটা নতুন করে শুরু করতে চলেছেন পার্নো মিত্র । ফের ছোটো পরদায় ফিরতে চলেছেন তিনি । তাঁকে দেখা যাবে ধারাবাহিক 'কোড়া পাখি'র মুখ্যচরিত্রে । 13 জানুয়ারি থেকে একটি জনপ্রিয় চ্যানেলে সেটি সম্প্রচারিত হতে চলেছে ।

ধারাবাহিকে পার্নোকে দেখা যাবে এক আদিবাসী মহিলার চরিত্রে । আর পাঁচজনের থেকে সে একেবারেই আলাদা । ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর সেই লুক । পার্নোর ওই স্নিগ্ধ লুক দাগ কেটেছে সিরিয়ালপ্রেমীদের মনে । ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করবেন ঋষি কৌশিক । তাঁকেও অনেকদিন পর ছোটো পরদায় পাচ্ছেন দর্শকরা ।

আর ধারাবাহিকে যেহেতু আদিবাসীর চরিত্রে অভিনয় করবেন পার্নো, তাই তাঁর কথা বলার ধরনেও অনেক পরিবর্তন নিয়ে আসতে হয়েছে । আদিবাসীদের মতোই কথা বলবেন তিনি । তাঁর চরিত্রটি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প বলবে । সে চায় সাংবাদিক হতে । তার এই স্বপ্ন পূরণের পথে আসে অনেক বাধা । সেই সব প্রতিকূলতার মধ্যে সে কীভাবে তার জায়গা করে নেয়, সেই গল্পই বলবে 'কোড়া পাখি'।

ধারাবাহিকে পার্নোর লুক

এই ধারাবাহিক সম্পর্কে পার্নো বলেন, "আমার চরিত্রটা কলকাতার একটি কাগজের সাংবাদিক হতে চায় । সে থাকে পুরুলিয়ার একটি ছোট্ট গ্রামে । এটা সেই মেয়েটির গল্প বলে । আমি চরিত্রটা করতে পারছি বলে খুব এক্সাইটেড লাগছে ।"

এর আগেও 'চুপকথা' ও 'চুপকথা 2' ওয়েব সিরিজ়ে একজন তদন্তকারী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন পার্নো । তবে ওয়েব সিরিজ়ের চরিত্রর থেকে এই চরিত্র অনেকটাই আলাদা বলে জানিয়েছেন অভিনেত্রী । বলেন, "সত্যি কথা বলতে কী ধারাবাহিকে নিজেকে তৈরি করার জন্য খুব সময় থাকে না । ওরা আমাকে ভয়েস রেকর্ড করে যা পাঠিয়েছিল, আমি তাই কপি করেছি । কারণ ওরা কীভাবে কথা বলে আমার জানা নেই । লীনাদির ওটা অবশ্য খুবই ভালো জানা আছে । যতটা আমার প্রয়োজন লীনাদি সাহায্য করে দেন ।"

ABOUT THE AUTHOR

...view details