কলকাতা, 16 সেপ্টেম্বর : দীর্ঘ টালবাহানার পর অবশেষে জানা গেল অভিনেত্রী নুসরত জাহানের সন্তানের পিতার পরিচয় । নুসরত অন্তঃসত্ত্বা থাকাকালীনই সন্তানের পিতার পরিচয় নিয়ে তোলপাড় চলছিল ৷ অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল ৷ নুসরতের সন্তানের পিতার নাম দেবাশিস দাশগুপ্ত, যা যশের অপর নাম । এই নামেই তিনি গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন ৷ কলকাতা পৌর নিগমের অনলাইন ওয়েবসাইটে এমনই তথ্য পাওয়া গিয়েছে । বুধবার কলকাতা পৌর নিগমের ওয়েবসাইটে রাত ন'টা নাগাদ নুসরত তাঁর ছেলের বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম শংসাপত্রের জন্য আবেদন করেন । অনলাইন পোর্টালে সন্তানের পিতার নামের জায়গা লেখা রয়েছে দেবাশিস দাশগুপ্তের নাম । ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত ৷
কিছুদিন আগেই প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে নুসরতের বৈবাহিক বিবাদ প্রকাশ্যে আসে । নিখিল প্রকাশ্যেই অস্বীকার করেন যে, নুসরতের গর্ভে যে সন্তান রয়েছে সেটি তাঁর নয় । তার আগে থেকেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল ৷ নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর দু‘জন কোনও রাখঢাক না করেননি ৷ হাতে হাত ধরে শহরের রাস্তায় দেখা গিয়েছে দু‘জনকে ৷ এরপর নুসরতের সন্তানের জন্মের সময়ও পাশে ছিলেন যশ ৷ গত 30 অগস্ট নুসরত পুত্রসন্তানের জন্ম দেন ৷ নাম রাখেন ঈশান ৷ অবশেষে ঈশানের জন্মের দু'সপ্তাহ কেটে যাওয়ার পর প্রকাশ্যে এল পিতার নাম ।