পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নতুনভাবে আসছে সৌমিত্রর 'সবজান্তা'

মার্ডার মিস্ট্রি নাকি হাসির দমকা, মঞ্চে এবার 'সবজান্তা'। ৩ জুন অ্যাকাডেমি অফ ফাইন আর্টস আসছে এই নাটক।

By

Published : May 29, 2019, 6:03 PM IST

সৌমিত্র চট্টোপাধ্যায়

কলকাতা : 'সবজান্তা' নাটকটি রচনা করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। যাঁর এক পা বড় পরদায়, অন্য পা নাটকের মঞ্চে। এই দুই জগতে পা রেখে বছরের পর বছর, যুগের পর যুগ, দর্শকের অভিনয়ে ভরিয়ে দিয়েছেন আইকনিক সৌমিত্র। তাঁর নাট্যদল মুখোমুখির ২৩তম নাটক 'সবজান্তা' ফের আসতে চলেছে মঞ্চে।

দলের উৎসব শুরু হতে চলেছে ১ জুন থেকে। নাটকটি সম্পর্কে ETV Bharatএর সঙ্গে কথা বললেন পৌলোমী বসু। অর্থাৎ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা।

সৌমিত্র চট্টোপাধ্যায়
বড় পরদায় কিংবা ছোটো পরদায় না দেখা গেলেও, পৌলোমী কিন্তু নাটকের মঞ্চে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। বললেন, "আমাদের উৎসব শুরু হচ্ছে ১ জুন থেকে। আপনারা সবাই আসবেন। সবজান্তা নাটকটা আমাদের দলের ২৩তম নাটক। এটা আগেও মঞ্চস্থ হয়েছে। এবারের উৎসবের জন্য নাটকটাকে নতুন করে রিভাইভ করা হল। এটা বাবারই (পড়ুন সৌমিত্র চট্টোপাধ্যায়) লেখা নাটক। বাবাই নির্দেশনার দায়িত্বে আছেন। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছি আমি এবং মেঘনাদ ভট্টাচার্য।"

ABOUT THE AUTHOR

...view details