কলকাতা : উত্তর কলকাতার স্টার থিয়েটার কে না চেনে ! কিন্তু যদি বলি হাতিবাগানের এই থিয়েটারের নাম হওয়ার কথা ছিল নটী বিনোদিনী মঞ্চ, তাহলে সেটা অনেকেরই অজানা । তবে কিছু কারণের জন্য নটী বিনোদিনী মঞ্চ আর গড়ে ওঠেনি । কিন্তু কী সেই কারণ ? কেন সেসময়ের অভিনেত্রী নটী বিনোদিনীর নামে তৈরি হল না মঞ্চ ? সেসব জানাতেই শুরু হয়েছিল 'নটী বিনোদিনী' ধারাবাহিকটির ।
100 পর্বের সেলিব্রেশন করল 'নটী বিনোদিনী' - 100 episodes
তিন মাস আগে পথ চলা শুরু 'নটী বিনোদিনী'-র । গতকাল পার করল 100 টি পর্ব । এই উপলক্ষে ধারাবাহিকের সেটে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের । ধারাবাহিকের সব কলাকুশলীরা একসঙ্গে কাটলেন কেক । উদযাপন করলেন বিশেষ দিনটি ।
নটী বিনোদিনী
পরিচালক জন হালদার বলেন, "নটী বিনোদিনী একটা খুব বড় বিষয় । এটা একটা ক্লাসিক । নটী বিনোদিনী নিয়ে কাজ করার ইচ্ছে আমার বহুদিনের । ইচ্ছে আছে পরে এর উপর ছবি বানানোরও । দর্শকদের ভালো লেগেছে । আমি খুব খুশি । বউমা-শাশুড়ির গল্প থেকে বেরিয়ে এরকম একটা অন্য ধরনের গল্পের উপর কাজ করতে পেরে আমি খুব খুশি ।"
Last Updated : Jul 5, 2019, 2:06 PM IST