নিশির চরিত্রে অভিনয় করছেন সৈরিতী বললেন, "আমি এখন শক্তি বাড়াতে বেশি শক্তিশালী মানুষের কাছে এসেছি। তার নাম রত্নাকরী মা। ও আমায় বেশি শক্তি দিচ্ছে যাতে আমি তারাকে ওঁর কাছে নিয়ে আসতে পারি।" আর অন্যদিকে তারার মধ্যেও একটা শক্তিশালী অবতার আসতে চলেছে, জানালেন সৈরিতী।
রত্নাকরী মায়ের চরিত্রে অভিনয় করছেন চৈতালি চক্রবর্তী। তিনি বললেন, "আমি আর নিশি মিলে নানাভাবে শ্রীময়ীকে বিপদে ফেলতে চাইছি।" তারাকেও মারার প্ল্য়ান রয়েছে রত্নাকরী, জানালেন চৈতালি।