শ্রীময়ী বললেন, "বাড়ির কেউ বুঝতেই পারছে না আমি আসলে কাকে ভালোবাসি। আমি বরকেও চাই আবার ঠাকুরপোকেও চাই। একটা খুব খারাপ পরিবেশ। আর এই সবকিছুর জন্য দায়ি নিশি। সবার মাথার উপরে সে দাঁড়িয়ে রয়েছে। ও অশান্তি করে যাবে আর আমি অশান্তি মিটিয়ে যেতে থাকব।"
অন্যদিকে নিশির আনন্দ আর ধরছে না। তিনি বললেন, "আমি খুবই ট্যালেন্টেড। তাই শ্রীময়ী আর রুদ্রর মধ্যে দূরত্ব তৈরি করতে পেরেছি। মানুষ কত কিছু করার জন্য টাকা পায়, আমি টাকা পাই সব কাজে ঝামেলা বাঁধানোর জন্য।"